বাংলাদেশি হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়ার দাবি নিয়ে দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ

সংক্ষিপ্ত

কার্তিক মহারাজ বলেন, বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখলে খারাপ লাগে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি তুলে ধরে বলেন একলাই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হিন্দুরা তো অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। 

 

বাংলাদেশি হিন্দুদের জন্য দিল্লি যেতে তৈরি কার্তিক মহারাজ। বাংলাদেশে নির্যাতনের শিকার হওয়া হিন্দুদের জন্য ভারতে আশ্রয় দেওয়ার দাবি জানাতেই দিল্লির পথে পা বাড়াচ্ছেন পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। এই মহারাজ ভারত সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করে বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের এদেশে দেওয়ার দাবি তুলতে পারেন। ভারত সেবা আশ্রম সংঘের বেলডাঙ্গা আশ্রমের প্রধান কার্তিক মহারাজ জানিয়েছেন, বাংলাদেশের হিন্দুদের শান্তির আশ্রয় খুঁজে দিতে দিল্লি গিয়ে সরকারিভাবে আবেদন জানাবেন পাশাপাশি এই বিষয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন কার্তিক মহারাজ। তিনি আরও বলেন, ধর্ম পালন করার অধিকার রক্ষা করতে যারা বংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হচ্ছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব এদেশে ঠাঁই দেওয়ার ব্যবস্থা করলে ভালো হবে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্তিক মহারাজ বলেন, বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখলে খারাপ লাগে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি তুলে ধরে বলেন একলাই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দিল্লিতে গিয়ে অবশ্যই বাংলাদেশে নির্যাতিত হওয়া হিন্দুদের সীমান্ত পার করে যেন এদেশে তারা বসবাস করতে পারে তার দাবি জানাব। সেই হিন্দুরা তো অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। শুধুমাত্র সেদেশের হিন্দুরা ধর্ম পালন করার অধিকার রক্ষা করতে চলে আসতে বাধ্য হচ্ছেন।একই সঙ্গে পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্ত প্রক্রিয়া দেখে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্নীতি মামলার তদন্ত নিয়ে হতাশ আমি। দিল্লিতে যাওয়ার পর সিবিআইয়ের ভৃমিকা নিয়েও কথা হবে ।

Latest Videos

কার্তিক মহারাজের দাবি নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বদা সনাতনী হিন্দুদের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি । ইতিমধ্যে ভারত সরকার নাগরিকত্ব দিতে সিএএ তৈরি করেছে। কার্তিক মহারাজের দাবি ন্যায্য বলেও এদিন জানানো হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

SSC Scam News: এসএসসি অফিসে তালা, আগুন জ্বালিয়ে উত্তাল চাকরিহারাদের আন্দোলন! চাঞ্চল্য গোটা এলাকায়
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বার বার ওইসব! যুবককে ধরে জুতো দিয়ে...বোলপুরে চাঞ্চল্য! | Shantiniketan News