বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন রাজ্যপাল। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভোর পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাজ্যপাল। পরিবার সূত্রে জানা যাচ্ছে গত বছরের ডিসেম্বর মাসেই হাত ভেঙে যায় তাঁর। তারপর থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। এছাড়া বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন রাজ্যপাল। কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যুতে টুইটারে শোকবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন,'শ্রী কেশরী নাথ ত্রিপাঠী জি তাঁর সেবা ও বুদ্ধির জন্য সম্মানিত ছিলেন। তিনি সাংবিধানিক বিষয়ে পারদর্শী ছিলেন। তিনি ইউপিতে বিজেপি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং রাজ্যের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তার মৃত্যুতে ব্যথিত। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।'
বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন রাজ্যপাল। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। অবশেষে আজ সকালে সকলের চেষ্টাকে ব্যর্থ করে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রবিবার বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন কেশরীনাথ ত্রিপাঠীর ছেলে নীরজ ত্রিপাঠী। পরিবার সূত্রে জানা যায় গত ৮ ডিসেম্বর বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল। ভেঙে গিয়েছিল ডান হাত। এরপর থেকেই বয়স জনিত নানা কারণে ভুগছিলেন তিনি। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্রমেই শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর শুক্রবার থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। রবিবার ভোর পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য এর আগেও দু'বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন -
পঞ্চায়েত ভোটের আগে বোমাবাজিতে উত্তপ্ত নরেন্দ্রপুর, এখনও পর্যন্ত গ্রেফতার তিন
ফের খারিজ হল জামিনের আর্জি, আবার কতদিন জেল হেফাজতে পার্থ-অর্পিতা?