শুক্রবার চতুর্থীর দিন বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যদিও এই নিম্নচাপের মূল প্রভাব ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে পড়বে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ শুক্রবার চতুর্থীর দিন সকাল থেকে ঝলমল করছে আকাশ। তবে কি এবার বিদায় নিল নিম্নচাপ। আবহাওয়া দফতরের খবর অনুসার, আজ শুক্রবারের মধ্যেই ঘনীভূত হবে নিম্নচাপ। এই নিম্নচাপই কি দুর্গাপুজর আনন্দ ভাতা ফেলতে চলেছে?
26
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগের নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছ দিয়ে গিয়েছিল। তাই বৃষ্টি বেশি হয়েছে। কিন্তু, নতুন নিম্নচাপ উপকূলের এত কাছ দিয়ে যাবে না। আরও নীচ দিয়ে যাবে। দক্ষিণ ওড়িশার উপকূলের কাছাকাছি থাকবে নিম্নচাপ, তাই আমাদের এখানে এর প্রভাব কম পড়বে।
36
পূর্বাভাস আনুসারে, শুক্রবার নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে পরিণত হবে নিম্নচাপে। তখন তার অবস্থান হবে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। এর প্রভাবে শনিবার সকালে নিম্নচাপ ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করবে। যার জেড়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে হহে ভারী বৃষ্টি।
পূর্বাভাস বলছে, আপাতত সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির সতর্কতা আছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর কমবে বৃষ্টি।
56
আজ চতুর্থীর শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। আজ কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সব হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। তেমনই দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে প্রবল।
66
তেমনই শনিবার পঞ্চমী-র দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই দিন হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই দিন বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস আছে হাওড়া ও কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি নয়টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।