
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ ঝাড়খন্ডে সরেছে। তাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। কিন্তু স্ট্রং মনসুন ফ্লো রয়েছে। এর কারণে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে রয়েছে অক্ষরেখা ও। মেঘলা আকাশ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। সঙ্গে শুক্রবারও চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ সরেছে দক্ষিণ ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায়। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড পেরিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে।
হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর দিল্লী বান্দা চুর্ক থেকে ঝাড়খণ্ডের নিম্নচাপ হয়ে বাংলার দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসম থেকে বিদর্ভ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে রয়েছে আরও একটি অক্ষরেখা। পাঞ্জাব সৌরাষ্ট্র এবং উত্তর-পূর্ব অসমে রয়েছে ঘূর্ণাবর্ত।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে। কোনও কোনও জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে।
মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সারাদিনই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজস্থান ও মধ্যপ্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে রাজধানী দিল্লিতেও। পঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড উত্তরাখণ্ড এবং বিদর্ভতে।