অশান্তি রুখতে ভোটের পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিল নির্বাচন কমিশন

রাত পোহালেই রাজ্যে সপ্তম দফার লোকসভা নির্বাচন। কিন্তু ভোট শেষ হয়ে গেলেও রাজ্য থেকে এখনই যাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী।

রাত পোহালেই রাজ্যে সপ্তম দফার লোকসভা নির্বাচন। কিন্তু ভোট শেষ হয়ে গেলেও রাজ্য থেকে এখনই যাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, আগামী ১ জুন শনিবার, পশ্চিমবঙ্গের ৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের পরও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিবৃতি দিয়ে জানাল নির্বাচন কমিশন।

Latest Videos

শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আপাতত রাজ্যে আগামী ৬ জুন পর্যন্ত ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। অর্থাৎ, ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশের পর আরও দুদিন পর্যন্ত রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এখনও পর্যন্ত সাত দফা নির্বাচন মিলিয়ে প্রায় ৯৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে পশ্চিমবঙ্গে। সপ্তম দফা ভোটের পর প্রায় অর্ধেক বাহিনীকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ৪০০ কোম্পানি বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবেন তারা।

রাজ্যের বুকে বিগত নির্বাচনগুলিতে ভোট পরবর্তী হিংসা এবং অশান্তি মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছয়। তাই এবারের লোকসভা নির্বাচনের পর সেই ধরণের ঘটনা এড়াতেই আগেভাগেই এই সিদ্ধান্ত নিল কমিশন।

অন্যদিকে, সপ্তম দফার নির্বাচনে মোট ১৯৫৮টি কুইক রেসপন্স টিম থাকবে গোটা রাজ্যে। যার মধ্যে কলকাতা পুলিশের অন্তর্গত এলাকায় থাকবে ৯০টি বিশেষ দল। সেইসঙ্গে, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে বাড়তি নজর দিয়েছে নির্বাচন কমিশন। সন্দেশখালি সহ গোটা বসিরহাট লোকসভা অঞ্চলে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে তারা।

তাছাড়া ভাঙড়েও বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করেছে প্রশাসন। অশান্তি রুখতে ভাঙড় বিধানসভায় মোট ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। সবমিলিয়ে, শেষ দফা নির্বাচন শুরুর আগে যেন পুরো অ্যাকশন মোডে রয়েছে কমিশন। শান্তিপূর্ণ ভোট করাতে রীতিমতো বদ্ধপরিকর তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia