পরের সপ্তাহ থেকে ফের গরম! আবার দাবদাহে নাভিশ্বাস ফেলবে কলতাকাবাসী? এল শীত বিদায়ের খবর

Published : Jan 08, 2026, 02:20 PM IST
prayagraj cold wave dense fog winter alert life affected update up weather

সংক্ষিপ্ত

পরের সপ্তাহ থেকে ফের গরম! আবার দাবদাহে নাভিশ্বাস ফেলবে কলতাকাবাসী? এল শীত বিদায়ের খবর

কয়েক দিন ধরে শীতের দাপটে জবুথবু কলকাতা। কখনও কনকনে হাওয়া, কখনও ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর। তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রির আশপাশে। তবে বৃহস্পতিবার সকালে কিছুটা স্বস্তি মিলেছে শহরবাসীর। ঠান্ডার তীব্রতা আগের তুলনায় খানিক কম অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। 

বৃহস্পতিবার সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ১১.৬ ডিগ্রি। যদিও এখনও তা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি কম। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত শীত আরও বাড়ার আশঙ্কা নেই। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের দু’দিনে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ায় দিনের বেলা শীতের অনুভূতিও আগের তুলনায় কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম। সেদিন সকালের কুয়াশা কাটিয়ে রোদের দেখা মিলেছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১২ জানুয়ারি পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কুয়াশার প্রভাব বজায় থাকবে। ৯ জানুয়ারি সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে— মেদিনীপুরে ১০ ডিগ্রি, হাওড়ায় ৯ ডিগ্রি, সল্টলেকে ১১ ডিগ্রি, দিঘা ও ডায়মন্ড হারবারে ১০ ডিগ্রি, পুরুলিয়ায় ৯ ডিগ্রি, মুর্শিদাবাদে ৮ ডিগ্রি, দার্জিলিংয়ে ৩ ডিগ্রি এবং কালিম্পঙে ৮ ডিগ্রি সেলসিয়াস।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘অনেক চুরি দেখেছি কিন্তু ফাইল চুরি এই প্রথম!’ মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু
'ধূপগুড়ির বিধায়ক অপদার্থ,' প্রকাশ্যে তোপ তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর নেতা তাপস করের