Bank Holidays: একই দিনে দুটি উৎসব, আজ ব্যাঙ্ক খোলা থাকবে নাকি বন্ধ? দেখে নিন RBI-র ছুটির তালিকা

Published : Sep 06, 2025, 10:38 AM IST

আজ, ৬ সেপ্টেম্বর ২০২৫, ইদ-ই-মিলাদ বা ইন্দ্রযাত্রার কারণে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। জেনে নিন কোন কোন রাজ্য আজ ছুটি।

PREV
15

ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে সমস্ত মাসে দ্বিতীয় ও তৃতীয় শনিবার থাকে ব্যাঙ্ক বন্ধ। তেমনই প্রতি রবিবার থাকে ছুটি। এরই সঙ্গে আবার রাজ্য ভেদে আলাদা আলাদা থাকে ছুটির দিন। সেই নিরিখে আজ বন্ধ ব্যাঙ্ক। তবে সব রাজ্যে কি বন্ধ থাকবে ব্যাঙ্ক?

25

এদিকে এবছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজো। এই সময় ব্যাঙ্কও থাকে বন্ধ। এই সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএউসি ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলোতে থাকে আঞ্চলিক ছুটি। প্রতিবারের মতো এবারও মাসের শুরুতেই সামনে এসেছে ছুটির তালিকা। আর সেই তালিকায় উল্লেখ আছে আজকের দিনের কথা।

35

আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার রয়েছে ব্যাঙ্কে ছুটি। ইদ-ই-মিলাদ বা ইন্দ্রযাত্রার কারণে ছুটি রয়েছে ব্যাঙ্কে। অনলাইন ট্রানজাকশন করা গেলেও আজ ব্যাঙ্ক থাকবে বন্ধ। তবে এই ছুটি কি সব রাজ্যে? একেবারেই নয়। ছুটির তালিকা বলছে আজ গ্যাংটক, জম্মু, রায়পুর, শ্রীনগরে থাকছে ব্যাঙ্ক বন্ধ। এমনই উল্লেখ আছে আরবিআইয়ের ছুটির ক্যালেন্ডারে।

45

এদিকে গত কাল ৫ সেপ্টেম্বর আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, বিজওয়াড়ায় ইদ-ই-মিলাদ/ মিলাদ-উন-নবী / তিথি উপলক্ষ্যে ছুটি ছিল। আবার ১২ সেপ্টেম্বর (শুক্রবার) জম্মু, শ্রীনগর- ঈদ ই-মিলাদ-উল-নবীর কারণে ছুটি থাকবে।

55

তেমনই ২২ সেপ্টেম্বর (সোমবার) জয়পুরে নবরাত্রি স্থাপন উপলক্ষ্যে ছুটি। আবার ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) জম্মু, শ্রীনগরে মহারাজা হরি সিং জি-র জন্মদিন উপলক্ষ্যে ছুটি। এর পর বাংলায় শুরু হবে পুজোর ছুটি।

Read more Photos on
click me!

Recommended Stories