এদিকে গত কাল ৫ সেপ্টেম্বর আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, বিজওয়াড়ায় ইদ-ই-মিলাদ/ মিলাদ-উন-নবী / তিথি উপলক্ষ্যে ছুটি ছিল। আবার ১২ সেপ্টেম্বর (শুক্রবার) জম্মু, শ্রীনগর- ঈদ ই-মিলাদ-উল-নবীর কারণে ছুটি থাকবে।