BJP Candidate: বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা কবে? দিলীপের সঙ্গে দিল্লিতে আলোচনা তাপস- অভিজিতের নাম নিয়েও

দিল্লি বিজেপি সূত্রের খবর তৃতীয় বা নতুন প্রার্থী তালিকা তৈরির প্রস্তুতি জোর কদমে চলছি দিল্লিতে বিজেপির সদর দফতরে। সেই তালিকায় নাম থাকবে পারে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের।

 

প্রথম দফায় বিজেপি ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল লোকসভা নির্বাচনের জন্য। সেই তালিকায় পশ্চিমবঙ্গের জন্য ২০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে আরও ৭২ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। তাতে বাংলার কোনও প্রার্থীর নাম ছিল না। দিল্লি বিজেপি সূত্রের খবর তৃতীয় বা নতুন প্রার্থী তালিকা তৈরির প্রস্তুতি জোর কদমে চলছি দিল্লিতে বিজেপির সদর দফতরে। সেই তালিকায় নাম থাকবে পারে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। তবে প্রশ্ন হচ্ছে কবে প্রকাশিত হবে বিজেপির নতুন প্রার্থী তালিকা। বিজেপির বর্তমান রাজ্যসভাপতির কথায় বিজেপির নতুন প্রার্থী তালিকা প্রাকাশিত হতে পারে ২২-২৩ মার্চের মধ্যে। তিনি প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, ব়্যাম্পে হেঁটে প্রার্থী তালিকা প্রকাশ করা যায় না। তাঁর দল গণতন্ত্রে বিশ্বাস করে। আর সেই জন্য নির্বাচনী কমিটির সদস্যরা বৈঠক করেই চূড়ান্ত করেন প্রার্থী তালিকা।

এই রাজ্যের প্রথম দফায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে আসানসোলের প্রার্থী ভোজপুরি গায়ক পবন সিং-এর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি নাম প্রত্যাহার করে নেন। সেই কারণে নতুন প্রার্থী তালিকায় বাংলার ২৩ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যেই দিল্লিতে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার বৈঠকও করেছেন। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের নাম এখনও ঘোষণা করা হয়নি। যা নিয়ে বিজেপিতে জল্পনা তুঙ্গে। অন্যদিকে ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে ভোটার হয়েছেন দিলীপ। মনে করা হচ্ছে তাঁকে মেদিনীপুরের প্রার্থী করা হতে পারে। তবে এই নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। তবে দলের একনিষ্ঠ কর্মী দিলীপ ইতিমধ্যেই নাম ছাড়াই মেদিনীপুর এলাকায় দেওয়া লিখন শুরু করে দিয়েছে।

Latest Videos

Ramdev: রামদেবকে তলব সুপ্রিম কোর্টের, বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে কড়া ধমক পতঞ্জলিকে

অন্যদিকে বিজেপিতে নাম লিখিয়েছেন তৃণমূলের তাপস রায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রার্থী হিসেবে তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি। যা নিয়ে দলের মধ্যেও চাপ বাড়ছে। কারণ প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস একই দিনে রাজ্যের ৪২ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি সূত্রের খবর, সোমবার দিল্লিতে রাজ্যের ২৩ আসনের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছিল। আগামিকাল আরও একটি বৈঠক হতে পারে। তারপরই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হতে পারে।

CAA Case: নাগরিকত্ব আইনের ওপর স্থগিতাদেশ নয়, সুপ্রিম তিন সপ্তাহ সময় দিল মোদী সরকারকে

শুধু এই রাজ্য নয়, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে বিজেপি এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেনি। সংশ্লিষ্ট রাজ্যগুলি নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। বিজেপির সদর দফতরে উপস্থিত রয়েছে নির্বাচন কমিটির নেতারা। রয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতৃত্বও।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি