- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: পয়লা বৈশাখের আগেই চালু হয়ে যাচ্ছে সেক্টর ফাইভ-হলদিরাম মেট্রো রুট! কবে?
Kolkata Metro: পয়লা বৈশাখের আগেই চালু হয়ে যাচ্ছে সেক্টর ফাইভ-হলদিরাম মেট্রো রুট! কবে?
পয়লা বৈশাখের আগেই চালু হয়ে যাচ্ছে সেক্টর ফাইভ-হলদিরাম মেট্রো রুট! একবার এই রুটে মেট্রো চালু হয়ে গেলে এক লহমায় বদলে যাবে কলকাতার ছবি। উপকৃত হবেন ইএম বাইপাসের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী বহু মানুষ।

পয়লা বৈশাখের আগেই বিরাট সুখবর! সুখবর নিয়ে এল কলকাতা মেট্রোরেল।
এবার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া হবে আরও সহজ।
পয়লা বৈশাখের আগেই চালু হয়ে যাচ্ছে সেক্টর ফাইভ-হলদিরাম মেট্রো রুট!
একবার এই রুটে মেট্রো চালু হয়ে গেলে এক লহমায় বদলে যাবে কলকাতার ছবি।
দ্রুত সেক্টর ফাইভ থেকে তেঘড়িয়া হয়ে হলদিরাম মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু করতে চাইছে ভারতীয় মেট্রো রেল।
সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে মেট্রো লাইন সম্প্রসারণের জন্য জমি চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হলদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করতে রেলের খরচ পড়বে, প্রায় ২৩৬৫ কোটি টাকা।
রেল সূত্রে খবর, মূলত সেক্টর ফাইভ থেকে তেঘড়িয়া হয়ে সোজা হলদিরাম যাওয়ার পথে মোট ৬.৫ কিলোমিটার রাস্তা পড়বে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই রুটে মূলত ৫টি স্টেশন থাকবে। সেই সাথে এলিভেটেড করিডর করতে চায় মেট্রো রেল।
প্রস্তাবিত মেট্রো স্টেশন হিসেবে নাম রাখা হয়েছে কেষ্টপুর বাস স্টপ, দমদম পার্ক বাস স্ট্যান্ড, বাগুইহাটি, রঘুনাথপুর ও তেঘোড়িয়া-র(হলদিরাম)।
শোনা যাচ্ছে , এই বিস্তৃত অঞ্চলটির মধ্যে মাটির নিচে থাকবে ১.৪ কিলোমিটার। অন্যদিকে প্রকল্পের ৫ কিমি অংশ থাকবে মাটির ওপরে।
তবে সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘড়িয়া রুটের মেট্রো সম্প্রসারণ প্রকল্পের মোট অর্থের পুরোটাই কেন্দ্রের তরফে আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

