সাবধান কলকাতাবাসী! সমুদ্রের জলের স্তর বাড়ছে। দ্রুত তলিয়ে যেতে পারে কলকাতা সহ ভারতের একাধিক শহর।
Saborni Mitra | Published : Oct 4, 2024 10:41 AM IST / Updated: Oct 06 2024, 10:21 AM IST
জলের স্তর বাড়ছে সমুদ্রে
সমুদ্রের জলস্তর হুহু করে বাড়ছে। আর তলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম শহরগুলি। বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে দেশের একাধিক মেট্রোপলিটান শহর।
বিপদের মুখে
কলকাতা, মুম্বই, চেন্নাইয়ের মত সমুদ্রতীরবর্তী শহরগুলির বিপদ সবথেকে বেশি।
কলকাতায় সমুদ্রের জল
একটি গবেষণা রিপোর্ট বলছে আর মাত্র ৬ বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করবে সমুদ্রের জল।
বিপদের সামনে কলকাতা
তারপর কলকাতা সহ বাংলার বৃহদাংশ জলের অতলে তলিয়ে যাবে। এ প্রসঙ্গে ভূতত্ত্ববিদরা বলেন, কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলি রাশি সরে যাচ্ছে। কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে।
ভারতের অন্য শহরেও বিপদ
উল্টোদিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুতগতিতে বাড়ছে। এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ংকর। শুধুমাত্র কলকাতা নয়। ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার ১২টি শহর তলিয়ে যেতে পারে আগামী ১২-১৫ বছরের মধ্যে।
জলবায়ু পরির্তনের বিপদ সংকেত
বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বাড়ছে সব জায়গা। অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার হু হু করে বেড়ে চলেছে। সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন এই এই জায়গা এইভাবে ডুবে যাবে।
২০৩০-এই শেষ!
অনেক বিজ্ঞানীর কথায় ২০৩০ সালের মধ্যে বিশ্বউষ্ণায়ন যদি বন্ধ না করা যায় তাহলে বিপদ ভয়ঙ্কর হতে পারে। বিশ্বের অনেক দেশই তলিয়ে যেতে পারে জলের তলায়।
ইতিমধ্যে অনেক উপকূলীয় শহরগুলির পরিস্থিতি আরও মারাত্মক হচ্ছে। জলের স্তর বাড়ার কারণে ভাঙছে নদীবাঁধ।
ক্ষতিগ্রস্ত হবে গোটা দেশ
পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্ট্রেটলাইনে প্রায় ৮২ কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় চলে যাবে। এই ঘটনার ১০ বছর পর ভূমিভাগের আরও ৭০ কিলোমিটারের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে।