আজ দ্বিতীয়, শুক্রবার। আগামী সপ্তাহে পুজো শুরু। কিন্তু এখনও আকাশের মুখভার। তাই প্রশ্ন কেমন থাকবে পুজোর দিনগুলির আবহাওয়া।
হাওয়া অফিসের সুখবর!
আলিপুর হাওয়া অফিস যা বলছে তাতে স্পষ্ট পুজোর সময় বিক্ষিপ্তি বৃষ্টি হতে পারে। কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা নেই।
চার দিন ভারী বৃষ্টি
হাওয়া অফিস জানাচ্ছে, পুজোর চারদিন আকাশ পরিষ্কার থাকবে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
ছাতা রাখুন
আলিপুর হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়ার সঙ্গে ব্যাগে অবশ্যই ছাতা রাখুন। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
ষষ্ঠী পর্যন্ত বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ষষ্ঠী পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
আজ বৃষ্টি
হাওয়া অফিস বলছে, আজ বাংলার উপকূলে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। যার জেরে শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
রবিবার থেকে হাওয়া-বদল
রবিবার থেকেই রাজ্য়ের আবহাওয়া বদলাতে শুরু করেছে। তবে তাপমাত্রা তেমন কিছু কমবে না। কিন্তু বৃষ্টি কমবে.
নিম্নচাপের অবস্থান
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে। যার কারণে গোটা রাজ্যেই প্রচুর বৃষ্টি হবে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি
আলিপুর হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ে। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষা বিদায়
ইতিমধ্যেই ভারত থেকে বিদায় নিচ্ছে বর্ষা। কিন্তু বাংলায় বর্ষা বিদায়ের দেরি রয়েছে। অক্টোবরের ১৫ তারিখের পর থেকে বিদায় নেবে বর্ষা।