Durga Puja: দুর্গাপুজোর সময়েই ক্রিকেট বিশ্বকাপ, একসাথে জোড়া উন্মাদনা কীভাবে সামাল দেবে কলকাতা পুলিশ?

Published : Sep 19, 2023, 03:11 PM IST
kolkata police

সংক্ষিপ্ত

দুর্গাপুজোর সময়ে শহরের অপরাধ দমন করতে কী কী ব্যবস্থা নেওয়া হতে চলেছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে লালবাজার। 

দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি নিয়ে যাতে একেবারে প্রস্তুতির মুহূর্ত থেকেই সমস্ত ক্লাব কর্তৃপক্ষের তরফে প্রত্যেকটি নিয়মকানুন মেনে চলা হয়, তার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ। পুজো উদ্যোক্তাদের নিকটবর্তী থানাগুলিকে এই বিষয়ের দিকে কঠোর দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন লালবাজারের উচ্চ পদস্থ কর্তারা।

সম্প্রতি কলকাতায় বসেছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে হাজির ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, যুগ্ম নগরপাল (সদর) সন্তোষ পান্ডে, যুগ্ম নগরপাল (অপরাধ দমন) শঙ্খশুভ্র চক্রবর্তী সহ বহু পদস্থ কর্তারা। দুর্গাপুজোর (Durga Puja 2023) সময়ে শহরের অপরাধ দমন করতে কী কী ব্যবস্থা নেওয়া হতে চলেছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

উল্লেখ্য, শারদোৎসবের মরশুমেই আবার একই সময়ে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ-ও। লক্ষ্মীপুজোর দিনেই প্রথম ম্যাচের আয়োজন রাখা হয়েছে কলকাতার ইডেনে। পুলিশ-প্রশাসনের কর্তারা মনে করছেন, গত কয়েক বছরের তুলনায় পুজো এবং ক্রিকেটের আকর্ষণে কলকাতায় বিপুল মানুষের জমায়েত হবে। সেই কারণে বিশেষভাবে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে লালবাজার পুলিশ।

আরও পড়ুন- 

Watch Viral Video: ফ্লোরিডায় ভয়ঙ্কর কাণ্ড! বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে হাজির হল হাঙর
Ganesh Puja 2023: আফগানিস্তান থেকে চিন, ভারতে বাইরে কোন কোন রূপে হয় গণেশ পুজো? 
Ganesh Puja: ভগবান গণেশের সঙ্গে দেখা করতে আসেন দেবী গৌরী, এই 'গৌরী'-কে পশ্চিমবঙ্গে কোন রূপে পুজো করা হয়?

PREV
click me!

Recommended Stories

মেলায় দোলনা চড়তে গিয়ে চুল আটকে বিপত্তি, চরম পরিণতি পঞ্চম শ্রেণির ছাত্রীর
SIR-এ সবথেকে বেশি নাম বাদ পড়ল এই জেলা থেকে, রইল জেলা ভিত্তিক সংখ্যা