Fire News: দাউদাউ করে জ্বলছে দুর্গাপুরের উন্নয়ন পর্ষদের অফিস, মধ্যরাত থেকে পুড়ছে গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র

বিশ্বকর্মা পুজোর রাতেই বিধ্বংসী অগ্নিকাণ্ড। দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি। 

বিশ্বকর্মা পুজোর রাতেই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে গেল বর্ধমানের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসে। দাউদাউ করে জ্বলে উঠল সরকারি দফতর। মধ্যরাত থেকে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দফতরে থাকা যাবতীয় সরকারি নথিপত্র। 

মঙ্গলবার সকালে জানা গেছে যে, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। দমকলের প্রায় ১০ থেকে ১২টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে। কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব এখনও অবধি স্পষ্ট করে জানা যায়নি। 

দুর্গাপুর সিটি সেন্টারের কাছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে সোমবার মাঝরাতে আগুন লাগে। রাত ২টো নাগাদ আগুন লেগেছে জানতে পেরে ঘটনাস্থলে যায় দমকল। ক্রমে তাদের ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। দাউদাউ করে জ্বলতে দেখা যায় দফতরের ঘরগুলিকে। বাইরে থেকে জানলা দিয়ে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। হোস পাইপ দিয়ে জল দেওয়া হয়। ছ’ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata
Canning-এ ঘটে গেল বড় দুর্ঘটনা! বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী ধাক্কা লরির,দেখুন