পুজোর আনন্দ বাধ সাধতে পারে আবহাওয়া। তেমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। কারণ আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়বে পুজোর মরশুমেও। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
26
শনিবারের আবহাওয়া
ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেইমত শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতার আকাশ সকাল থেকেই ছিল বজ্রগর্ভ মেঘে ঢাকা। অনেক জায়গায় মুষলধারায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া আর বজ্রপাত। বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও হয়েছে।
36
সাগরে নিম্নচাপ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সাগরে তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেই সেটি তৈরি হতে পারে। যার সরাসরি প্রভাব পড়বে দুর্গাপুজোর ওপর। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে।
56
দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের। সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
66
দুর্গাপুজোয় গভীর নিম্নচাপ
হাওয়া অফিসের পূর্বাভাস ষষ্ঠীর দুই দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই কারণে পশ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে। বৃষ্টি বেশি হবে নবমী আর দশমীতে।