দূর্গাপুজোয় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? 'সিঁদুরে মেঘ' সাগরে নিম্নচাপের ভ্রুকুটি

Published : Sep 19, 2025, 03:32 PM IST

Durga Puja weather: দুর্গাপুজোয় বঙ্গে কেমন থাকবে আবহাওয়া- তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ আবহাওয়া দফতরের কথায় বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে একটি নিম্নচাপ। যার কারণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। 

PREV
15
দূর্গাপুজোর কাউন্টডাউন শুরু

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কলকাতা -সহ গোটা রাজ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। তৃতীয়া থেকেই প্রতিমা দর্শনের ভিড় বাড়তে থাকবে বলে মনে করছে কলকাতা পুলিশ। তেমনই প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু এরই মধ্য়ে সিঁদুরে মেঘ দেখা দিয়েছে আবহাওয়া নিয়ে। পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

25
দুর্গাপুজোয় আবহাওয়ার পূর্বাভাস

মৌসম ভবনের পূর্বাভাস, দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের ভ্রুকূটি।

35
বঙ্গোপসাগরে নিম্নচাপ

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি নিম্নচাপ। যার কারণে উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা র য়েছে। সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

45
বাংলায় কতটা প্রভাব পড়বে?

আবহাওয়াবীদদের মনে বঙ্গোপসাগরের এই অঞ্চলে নিম্নচাপ ঘনীভূত হলে বাংলায় তার সরাসরি প্রভাব পড়ে না। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পুজোর দিনগুলিতে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির আকাশ থাকবে মেঘলা।

55
কলকাতার আবহাওয়া

শুক্রবার সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories