অবশেষে পুলিশের জালে সাদ্দাম সর্দার! দু'দিন লুকিয়ে থেকেও শেষরক্ষা হল না কুলতলি কাণ্ডের পাণ্ডার

Published : Jul 18, 2024, 09:24 AM IST
Police found a 40 feet long tunnel from Saddam Sardars house in Kultali bsm

সংক্ষিপ্ত

বুধবার রাতে সাদ্দাম সর্দার পাশাপাশি ভেড়ির মালিক স্থানীয় সিপিআইএম নেতা মান্নান খানকেও পুলিশ গ্রেফতার করেছে। এনিয়ে পুলিশ কুলতলি কাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করল। সাদ্দাম সর্দারের বিরুদ্ধে ডাকাতি থেকে শুরু করে নকল সোনার মূর্তি বিক্রির অভিযোগ রয়েছে।

জালে কুলতলি কাণ্ডের পাণ্ডা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় ভেড়ির আলাঘর থেকে পুলিশ তাকে ধরে। বুধবার গভীর রাতেও পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সাদ্দাম সর্দার। যদিও এবার সে আর সফল হয়নি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সাদ্দাম সর্দার সোমবার পুলিশের চোখে ধূলো দিয়ে সিপিআইএম নেতা মান্নান খানের মাছের ভেড়িতে গিয়ে আশ্রয় নেয়। বুধবার গভীর রাতে পুলিশের বিশাল বাহিনী মান্নান খানের ভেড়ি ঘিরে ফেলে আলাঘর থেকে গ্রেফতার করে সাদ্দাম সর্দারকে।

বুধবার রাতে সাদ্দাম সর্দার পাশাপাশি ওই ভেড়ির মালিক স্থানীয় সিপিআইএম নেতা মান্নান খানকেও পুলিশ গ্রেফতার করেছে। এনিয়ে পুলিশ কুলতলি কাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করল। সাদ্দাম সর্দারের বিরুদ্ধে ডাকাতি থেকে শুরু করে নকল সোনার মূর্তি বিক্রির অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সাদ্দাম সর্দারকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশর সূত্রে খবর, মোবাইল টাওয়ার লোকেশনই সাদ্দামকে ধরতে সাহায্য করেছে। উল্লেখ্য, গত প্রায় পনেরো বছর ধরে সাদ্দাম সর্দার নকল সোনা বিক্রির ব্যবসা করত। মূলত সোশ্যাল মিডিয়ায় সোনার মূর্তি বিক্রি করত। এক্ষেত্রে তার টার্গেট ছিল ব্যবহসায়ীরা। নকল মূর্তি দিয়ে টাকা নিত। কিংবা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত সাদ্দাম ও তার সাগরেদরা। ধৃত সাদ্দাম সর্দারের বিরুদ্ধে বারো লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। পাশাপাশি ডাকাতির মামলাও রয়েছে।

গত সোমবার পুলিশ সাদ্দামের পয়তারহাটের বাড়িতে যায়। পুলিশ সাদ্দামকে ধরলে বাড়ির মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। সেই সময় সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সেই সুয়োগে সাদ্দাম পালিয়ে যায়। সাদ্দামের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করতেই শোয়ার ঘরের নিচে একটি সুরঙ্গের হদিশ পায়। যা একটি খালের সঙ্গে যুক্ত। ওই খাল আবার মাতলা নদীকে গিয়ে মিশেছে।

পুলিশের ধারনা ছিল সমাদ্দার বেশি দূর যেতে পারেনি। সেইভাবেই আশপাশের থানা এবং সিভিক ভলান্টিয়ারদের কাছে সাদ্দাম সর্দারের ছবি পাঠিয়ে সতর্ক করেছিল। তারপর গোপন সূত্রে খবর পেয়েই বুধবার রাতে অভিযান চলে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

এক বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে | TMC News | Viral News
পরকীয়ার বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে