Kurmi Protest: কুড়মিদের আন্দোলনের জেরে বিপাকে হাজার হাজার যাত্রী, বাতিল করা হল ৭২টি ট্রেন

কুড়মি সমাজভুক্ত মানুষদের অবরোধের জেরে আদ্রা-চাণ্ডিল শাখা ও খড়গপুর-টাটানগর শাখায় ৪ দিনে প্রায় আড়াইশোটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে চলছে আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন। আন্দোলন ও অবরোধের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও পথ অবরোধের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। আন্দোলনের চতুর্থ দিনেও টানা ৭৫ ঘন্টা নিজেদের দাবিতে অনড় রয়েছে আদিবাসী কুড়মি সমাজ। দিকে দিকে চলছে রেল ও পথ অবরোধ। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে ১৭৯ ট্রেন বাতিল করা হয়েছে, ৫ টি ট্রেনের পথ পরিবর্তন ও ৪টি ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে। আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ৯ তারিখ অর্থাৎ রবিবার থেকে পুরুলিয়া রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া রাঁচি রাজ্য সড়কের কোটশিলা স্টেশনের সামনে রেল ও পথ অবরোধ আরম্ভ করা হবে।

Latest Videos

শনিবার হাওড়া থেকে আদ্রা ও খড়গপুর ডিভিশনে ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-অহমদাবাদ এক্সপ্রেস, উদয়পুর-শালিমার এক্সপ্রেস, পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস, মুম্বই সিএসএমটি-হাওড়া মেল, হাওড়া-মুম্বই সিএসএমটি-গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার- পোরবন্দর এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া মেমু এক্সপ্রেস, নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, হাওড়া-রাঁচি এক্সপ্রেস, এই প্রত্যেকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

আদ্রা-চাণ্ডিল শাখা ও খড়গপুর-টাটানগর শাখায় ৪ দিনে প্রায় আড়াইশোটি দূরপাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এবিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে জোরালো কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে তিনি বলেন, ‘এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। রেল ও সড়ক অবরোধ চলছে। মনে হচ্ছে রাজ্য সরকারের ওপর আর আস্থা নেই। কেন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে না? এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফল।’

আরও পড়ুন-
ভারতের জাতীয় পতাকাকে কাপড়ের ন্যাকড়ার মতো ব্যবহার, ঝাঁসির কিশোরের ভিডিও দেখে সারা দেশ জুড়ে ক্ষোভ
মোদী সরকারের বিরুদ্ধে ‘মিথ্যাচার’-এর অভিযোগ, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, উদ্ধব ঠাকরেকে একযোগে তোপ রাজীব চন্দ্রশেখরের
প্রেমিকাকে গভীর আলিঙ্গনে বেঁধে ঠোঁটে চুমু, দিল্লি মেট্রোর যুগল প্রশ্ন তুলে দিলেন ভারতের ‘প্রকাশ্যে ভালোবাসা’ প্রদর্শনের আইন নিয়ে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury