এখন বাড়িতে বসেই থানায় জিডি করা যাবে! ঘরে বসেই পাবেন জেনারেল ডায়েরির নম্বর
এখন বাড়িতে বসেই থানায় ডায়রি করা যাবে। কারও নামে ডায়রি করতে আর থানাতে যেতে হবে না। সাধারণ মানুষের সুবিধার জন্য এল নতুন নিয়ম।
সাধারণ মানুষের সুবিধার জন্য e-GDE পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশ কমিশনারেট।
আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। হুগলি গ্রামীন পুলিশের অধিনে থাকা প্রতিটা থানায় এই পরিষেবা চালু করা হচ্ছে।
অনলাইনে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে জেনারেল ডায়েরির এন্ট্রি নম্বর জানা যাবে। মেডিক্লেম হোক বা মিউটেশন একাধিক অভিযোগের জিডি এবার অনলাইনেই হবে।
মোবাইল ফোন, আধার কার্ড, ভোটার কার্ড, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ল্যাপটপ হারিয়ে গেলে জেনারেল ডায়েরি করতে আর থানায় যেতে হবে।
আসুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে বাড়িতে বসে অভিযোগ করা যাবে?
আধারকার্ড, ATM কার্ড, ব্যাঙ্কের পাস বই, জন্ম-সার্টিফিকেট,কেডিপি/ এনএসসি, ল্যাপটপ, এলআইসি পলিসি, মেডিক্লেইম, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট, অফিস আইডি কার্ড, প্যান কার্ড, জমির পরচা, পাসপোর্ট, বাসের পাস, মৃত্যু-সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত-শংসাপত্র, বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক লকারের চাবি, রেলের পাস, রেশন কার্ড, শেয়ারের সার্টিফিকেট, সিমকার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্সের রসিদ ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করা যাবে।
বাড়িতে বসে কীভাবে করবে জেনারেল ডায়েরি?
বাড়িতে বসে ই জিডি করতে https://egd.hooghlyruralpd.in/ যেতে হবে। এ ছাড়াও hooghlyrurslpolice.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে একবারই রেজিস্ট্রেশন করার পর অনলাইনেই জেনারেল ডায়েরি করা যাবে।