ভদ্রেশ্বরে নৃশংস হত্যা! বৌমাকে কাটারি দিয়ে খুন, হাতেনাতে ধরা পড়ল শ্বশুর

ভদ্রেশ্বরে নৃশংস হত্যা। ঘুমন্ত পুত্রবধূকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে।

 

 

Subhankar Das | Published : Jul 6, 2024 8:43 AM IST

ভদ্রেশ্বরে নৃশংস হত্যা। ঘুমন্ত পুত্রবধূকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে।

শনিবার, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghly) ভদ্রেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত পুত্রবধূর নাম মিঠু মিত্র। তিনি ভদ্রেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত পালপাড়া এলাকার বাসিন্দা।

Latest Videos

শনিবার, সকালে তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। স্বামী নীলাংশু মিত্র সকালে বেরিয়ে গেছিলেন। অভিযোগ আসছে, সেই সময় ঘরে ঢুকে বৌমাকে কুপিয়ে খুন করেন শ্বশুর হিমাংশু মিত্র।

খুনের সময় পাশের ঘরেই ঘুমিয়ে ছিল মিঠু মিত্রের ১০ বছরের মেয়ে। আচমকা তাঁর চিৎকারেই প্রতিবেশীরা ছুটে যান সেই মিত্র বাড়িতে। তারা রক্তাক্ত অবস্থায় ওই বৌমাকে উদ্ধার করে চন্দননগর (Chandannagar) হাসপাতালে নিয়ে যান।

কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, অভিযুক্তকেও হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীরা বলছেন, সাংসারিক অশান্তি এই ঘটনার পিছনে থাকতে পারে। যদিও তারা কোনওদিন সেইভাবে বচসা শুনতে পাননি। সেইসঙ্গে, এই অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন তারা। মৃতার নিজের বাড়ির লোকজনও ঘাতক শ্বশুরের শাস্তির দাবি করেছেন।

এদিকে মৃতার মা নমিতা দাস বলেন, “রাতেও ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। কিন্তু কী থেকে যে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। তবে আমার মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু কেন, জানি না।”

পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে। জানা যাচ্ছে, অভিযুক্ত এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৯ সেপ্টেম্বর রবিবার এই রাশির শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, দেখুন জ্যোতিষ কথা
'এখানে আশ্রয়! আর অসমে, মহারাষ্ট্রে পাপীদের রাম নাম সত্য হে করে দিয়েছে' বিস্ফোরক Suvendu Adhikari
Jaipur-এর Albert Museum এখন Sonarpur-এ! এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের চোখ ধাঁধানো কারুকার্য
'মহিলারা বাড়িতে একা থাকলে TMC'র লোকেরা আসলে দরজা খুলবেন না' কেন? Suvendu Adhikari নিজেই জানালেন
নিম্নমানের বাঁধ মেরামতে নিম্নমানের সামগ্রী! Achintyanagar-এর বাসিন্দাদের অভিযোগ সেচ দপ্তরের বিরুদ্ধে