লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আসবে বড় সুখবর! একধাক্কায় টাকা বাড়বে অনেকটাই

Published : Mar 09, 2025, 04:04 PM IST

লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির একটি। এবার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ান হয়নি। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডার

লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির একটি। এবার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ান হয়নি।

210
তবে অনুদান বাড়বে

তবে রাজ্যের মানুষের আশা দ্রুত অনুদান বাড়বে। কারণ ভোট বড় বালাই। ভোটে লক্ষ্মীলাভ করতেই এই প্রকল্পের টাকা বাড়ান হতে পারে বলেও অনুমান।

410
ভাতার পরিমাণ

এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের হাতে ১০০০ টাকা দেয়। আর তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের হাতে ১২০০ টাকা দেয়।

510
প্রকল্প চালু

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ২০২১ সালে এই প্রকল্প চালু করেছিল। ভোটের আগে ঘোষণা করা হলেও ভোটের পরই প্রকল্পের টাকা মহিলাদের হাতে দেওয়া হয়েছিল।

610
বড় সাফল্য

ভোট বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলা উপকৃত হয়েছে। আর সেই কারণে ভোট বাক্সেই তাঁরা তৃণমূল নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

710
বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না বাড়লেও প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে,'নারী ক্ষমতায়ণ বৃদ্ধির উদ্দেশে রাজ্য সরকার একগুচ্ছ জননীতিভিত্তিক প্রকল্প রূপায়িত করছে। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প ইত্যাদি অন্যতম উল্লেখযোগ্য। এই প্রকল্পগুলি রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীর ভাবে ছুঁয়ে আছে।'

810
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা

বিশেষজ্ঞদের অনুমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগেই বাড়বে।

910
কত বাড়বে!

কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত বাড়বে তাই নিয়েই আলোচনা শুরু হয়েছে। অনেকেরই অনুমান এই প্রকল্পের টাকা একধাক্কায় ১০০০ টাকা বাড়ান হতে পারে। অর্থাৎ সাধারণ মহিলারা ২০০০ টাকা পেতে পারেন।

1010
রাজ্য সরকার কী বলছে

কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই বলেনি নবান্ন। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ আগেই বলেছেন, ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে। ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

click me!

Recommended Stories