লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোপ? এবার থেকে আর টাকা পাবেন না এঁরা! নিয়ম বদলালো নবান্ন!

Published : Jun 23, 2025, 03:10 PM ISTUpdated : Jul 15, 2025, 09:38 AM IST

হাজার হাজার মহিলা নাকি আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বড় আপডেট মিলল এই প্রকল্প নিয়ে। সূত্রের খবর অনেক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে না। তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার নিয়ম বদলালো রাজ্য।

PREV
115

রাজ্যের মহিলাদের জন্য হাত খরচের কথা চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের জন্য।

215

২০২১ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার।

315

যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়ে ছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য।

415

আগে এই প্রকল্পের শুরুতে মুখ্যমন্ত্রী জানান মহিলারা ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন। শুধু মাত্র মহিলাদের মানতে হবে কিছু শর্ত ও নিয়মাবলী।

515

সেগুলি ঠিকঠাক থাকলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন।

615

৫০০ টাকা বরাদ্দ ছিল সাধারণ মহিলাদের জন্য ও ১০০০ টাকা বরাদ্দ ছিল তপশিলি ও অন্যান্য উপজাতিদের জন্য।

715

পরে যদিও এই টাকা বাড়িয়ে ৫০০ টাকা অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য ১০০০ করা হয় ও তপশিলি উপজাতিদের জন্য ১০০০ টাকা বাড়িয়ে ১২০০ করা হয়।

815

লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পে টাকা নয় ছয় রুখতে সুরক্ষা বিধি সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর।

915

বর্তমানে রাজ্য জুড়ে চালু রয়েছে একাধিক সরকারি অনুদান প্রকল্প (Lakshmir Bahndar)। এক্ষেত্রে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে।

1015

এবার এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানোর ব্যাপারে প্রত্যেকটি দপ্তরকে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নবান্ন।

1115

পাশাপাশি সরকারের তরফ থেকে যিনি তথ্য নথিবদ্ধ করেন বা যার হাত দিয়ে এই সমস্ত তথ্য অনুমোদিত হচ্ছে তাদের চিহ্নিত এবং দায়বদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

1215

জানা যাচ্ছে ,সবমিলিয়ে অর্থ দপ্তরের তরফ থেকে ১৬ দফা করণীয় অর্থাৎ এসপি চূড়ান্ত করা হয়েছে। প্রসঙ্গত রাজ্য সরকারের একাধিক অনুদান মূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হিট প্রকল্প লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bahndar)।

1315

অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার থেকে রাজ্য সরকারের এই সমস্ত সরকারি প্রকল্পের (Lakshmir Bahndar) অনুদান পেতে গেলে সমস্ত উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের অধীন এনপিসিআই মারফত।

1415

যারা অনলাইনে আবেদন পত্র জমা দেবেন তাদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটাই অনলাইনে সম্পন্ন হবে।

1515

অর্থ দপ্তর সূত্রের খবর, এবার থেকে নির্দিষ্ট জায়গায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ডবল যাচাইকরণ হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার নথিভুক্ত করতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories