এই বছরেই আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার! তারিখও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নয়া বছরেই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের দরুন প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে। এই বছরেই আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার! তারিখও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Parna Sengupta | Published : Jan 22, 2025 2:08 PM
115

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)।

215

এই প্রকল্পের দরুন প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে।

315

একবার নাম নথিভুক্ত করলেই ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতিমাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে।

415

তবে এবার ফের একবার লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

515

শুরুতে লক্ষীর ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের ৫০০ টাকা ও তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ১০০০ টাকা মাসিক ভাতা দেওয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী।

615

পরবর্তীতে সেটা বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেয়া হয়েছে। এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে। যার ফলও মিলেছিল হাতে নাতে।

715

তবে এই প্রকল্পে একটা সমস্যা ছিল। সেটা হল ৬০ বছর বয়স হলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেত।

815

এবার সেই সমস্যারও সমাধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে বয়স ৬০ বছর পেরোলেও বন্ধ হবে না লক্ষীর ভান্ডার।

915

মৃত্যুর আগে পর্যন্ত প্রতিমাসে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণায় দারুন খুশি মহিলারা।

1015

এখন আর ৬০ বছর হলে লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হবে না আর কোথাও বার্ধক্য ভাতার জন্য আলাদা করে দৌড়াদৌড়িও করতে হবে না।

1115

ইতিমধ্যেই ২ কোটিরও বেশি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ও সুবিধা পাচ্ছেন।

1215

তবে এখনও বেশ কিছু মহিলার রয়েছেন যারা নাম নথিভুক্ত করে উঠতে পারেননি। আবার অনেকেই আবেদন করলেও কোনো ভুল ত্রুটির কারণে সেটা রিজেক্ট হয়ে গিয়েছিল। তাদের জন্য ফের একবার নাম নথিভুক্ত করার সুযোগ চালু হচ্ছে।

1315

একবার নাম নথিভুক্ত করলেই ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতিমাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে। তবে এবার ফের একবার লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

1415

আগামী ২৪শে জানুয়ারি থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। যেটা চলবে আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত।

1515

যেখানে লক্ষীর ভান্ডার সহ ৩৭টি প্রকল্প সংক্রান্ত কাজ করা হবে। তাই যাঁরা এখনও কোনো কারণবশত নাম তুলতে পারেননি তারা দুয়ারে সরকারের শিবির থেকেই নতুন করে আবেদন করে নিতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos