' DA-শ্রী চালু করছে রাজ্য সরকার অনুগত কর্মীদের জন্য', মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক সরকারি কর্মী
রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল মাসের পর আর ডিএ বা মহার্ঘ ভাতা পাননি। কবে পাবেন তার কোনও নিশ্চয়তা নেই। এই অবস্থায় সরকারি কর্মী ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
Saborni Mitra | Published : Jan 21, 2025 9:47 PM / Updated: Jan 21 2025, 09:50 PM IST
মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক মন্তব্য
রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল মাসের পর আর ডিএ বা মহার্ঘ ভাতা পাননি। কবে পাবেন তার কোনও নিশ্চয়তা নেই। এই অবস্থায় সরকারি কর্মী ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
কেন্দ্র সরকারের ডিএ
গত বছর দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার শেষবারের মত ডিএ বৃদ্ধি করেছিল। তিন শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
৮ম বেতন কমিশন
এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে।
কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর ফারাক
বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ডিএ-র ফারাক ৩৯ শতাংশ। এই অবস্থাতে রাজ্য সরকারি কর্মীদের ডিএর দাবি আরও জোরাল হচ্ছে।
ডিএ নিয়ে বিস্ফোরক সরকারি কর্মী
এই অবস্থাতে রাজ্য সরকারি কর্মী ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। আন্দোলনের অন্যতম মুখ নির্ঝর কুণ্ডু বলেছেন, 'অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে DA-শ্রী'।
ডিএ আন্দোলন
ডিএ, শূন্যপদে নিয়োগ-সহ একাধিক দাবিতে আগামী ২৭ জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন। সেদিন মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
যৌথ সংগ্রামী মঞ্চের দাবি
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, যেখানে দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সেই কাজটা করতে ব্যর্থ হচ্ছে।
বড় আন্দোলন
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কদের বক্তব্য, যতদিন না তাঁদের দাবিপূরণ করা হচ্ছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, ততদিন আন্দোলন চলবে। চালিয়ে যাওয়া হবে অবস্থান-বিক্ষোভ। আর সেই আন্দোলনের অংশ হিসেবেই ২৭ জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীরা রাস্তায় নামবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা।
ডিএর দাবিতে আইনি লড়াই
ডিএ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীরা আইনি লড়াই শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। পরবর্তী শুনানি আগামী মার্চ মাসে।
ক্ষোভ বাড়ছে
ডিএর নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আর বেতন কমিশনের ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।