২০০০ টাকারও বেশি হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার! এই কাগজ জমা দিতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?

২০০০ টাকারও বেশি হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার! এই কাগজ জমা দিতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?

Anulekha Kar | Published : Jan 8, 2025 11:52 AM
110

এবার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! তাও আবার কম নয়, একেবারে দ্বিগুণ টাকা বাড়ছে এই প্রকল্পে। এমনই খুশির খবর দিতে পারে তৃণমূল।

210

এমনিতেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন লক্ষ লক্ষ মহিলা। এমনিতেও আগের থেকে বেশ অনেকটা টাকা বাড়ানো হয়েছে।

310

জানা যাচ্ছে যে ২০০০ টাকারও বেশি টাকা এবার প্রতিমাসে পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে। একধাক্কায় দ্বিগুণেরও বেশি হল এই প্রকল্পের টাকা।

410

প্রথমে প্রতিমাসে ৫০০ টাকা করে পাওয়া যাচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে। এরপর সেই টাকা বেড়ে এখন ১০০০ হয়েছে। 

510

তপশিলি উপজাতিরা আরও বেশি টাকা পেয়েছেন। তপশিলিদের অ্যাকাউন্টে ঢুকছে ১২০০টাকা। এবার আরও বেশি সাহায্য করার কথা ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

610

লক্ষ্মীর ভাণ্ডার থেকে এবার ২১০০ টাকা পাওয়া যাবে। তবে এই টাকা পেথে কিছু গুরুত্বপূর্ণ নথি অবশ্যই দিতে হবে।

710

বাড়তি ১০০০ টাকা পেতে দিতে হবে ইনকাম প্রুফ। যে সমস্ত মহিলার বাৎসরিক ইনকাম আড়াই লক্ষ টাকার কম একমাত্র তারাই পড়বেন এই টাকার আওতায়।

810

ইনকাফ প্রুফ জমা দিলেই বাড়তি টাকা ঢুকবে অ্যাকাউন্টে। আড়াই লক্ষ টাকার বেশি রোজগার যাদের তাঁরা এই টাকা পাবেন না।

910

তবে এখনই অফিসিয়ালি কোনও নোটিশ জানানো হয়নি তৃণমূলের তরফে। খুব তাড়াতাড়ি এই ঘোষণা করতে পারেন মুখ্যমত্রী বলে জানা গিয়েছে।

1010

লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে উপকৃত হন হাজার হাজার মহিলা। এবার এই বাড়তি টাকার কথা শুনে খুশির আমেজ বইছে বাংলার মেয়েদের মধ্যে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos