Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন? এখনও ঢোকেনি টাকা, স্টেটাস চেক করুন এভাবে

Published : May 26, 2025, 09:02 AM IST

মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনুদান পেতে আবেদন করেছেন? জেনে নিন কীভাবে আপনার আবেদনের স্ট্যাটাস অনলাইনে চেক করবেন এবং কবে থেকে ভাতার টাকা পেতে শুরু করবেন।

PREV
111

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজ কল্যান মূলক প্রকল্প নিয়ে এসেছে।

211

প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে। পড়ুয়া থেকে বৃদ্ধি সকলে পেয়ে থাকেন এই সকল সুবিধা।

311

কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে একের পর এক ভাতা চালু করেছে সরকার। এর দ্বারা উপকৃত হচ্ছেন সকল সাধারণ মানুষ।

411

মমতা সরকারের আনা ভাতার মধ্যে উল্লেখযোগ্য ভাতা হল লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য।

511

রাজ্যের সাধারণ জাতির মহিলারা মাসে মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১২০০ টাকা করে পেয়ে থাকে।

611

রেকর্ড বলছে, শেষ দুয়ারে সরকারে অনেকেই আবেদন করেছেন এই প্রকল্পের জন্য। কিন্তু, অধিকাংশেরই এখনও ঢোকেনি ভাতার টাকা।

711

আপনার আবেদন গৃহীত হল কিনা, তেমনই আবেদন কবে থেকে মিলবে টাকা এই প্রশ্ন সকলের মনে।

811

আজ জেনে নিন কীভাবে আপনার আবেদনের স্টেটাস চেক করবেন?

911

https://socialsecurity.wb.gov.in/  লিখুন গুগলে। পেজটি খুললে ডানদিকের ওফরে দেখতে পাবেন লেখা আছে track application status.

1011

এবার সেখানে ক্লিক করুন Application Id/ mobile no./ swasthyasthi card no./ aadhaar no. এই চারটি বিকল্প দেওয়ার নির্দিষ্ট জায়গা আছে। সেখানে আপনার পছন্দ মতো বিকল্পটি বেছে নিন।

1111

এবার জানতে পারবেন আপনার আবেদনপত্র জমা হয়েছে কিন। তার বর্তমান স্ট্যাটাস কি।

Read more Photos on
click me!

Recommended Stories