DA Case: ২৫% বকেয়া ডিএ, কবে হাতে আসবে? বা কিভাবেই মিলবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে কর্মীদের

Published : May 26, 2025, 07:42 AM IST

সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশের পর, নবান্নে আইনি নোটিশ পাঠিয়েছে কর্মী সংগঠন। কর্মীরা ডিএ প্রদানের সরকারি পরিকল্পনা এবং সময়সীমা নিয়ে উদ্বিগ্ন।

PREV
110
আইনি নোটিশ নবান্নে

ডিএ মামলার রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় এখনও পর্যন্ত সঠিক কোনও বার্তা না দেওয়ায় উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মীদের একটি সংগঠন আইনি নোটিশ পাঠিয়েছে নবান্নে ।

210
বকেয়া ২৫% ডিএ কী করে মেটান হবে?

সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় বকেয়া ২৫% আগামী ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বকেয়া ২৫% ডিএ কী করে মেটান হবে? তাই নিয়ে শুরু হয়েছে আলোচনা।

310
রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ

রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ, ডিএ দিতে রীতিমত টালবাহানা করছে মমতা সরকার। 'আদালতের বিচার্য বিষয়ে কোনও মন্তব্য করবো না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।' স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

410
কেন্দ্রের সমান ডিএ-র দাবি

কেন্দ্রের সমান ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই লড়াই করছেন। আইনি লড়াইয়ের পাশাপাশি তাঁরা প্রতিবাদ বিক্ষোভও দেখাচ্ছে।

510
এখনও হাতে পাননি ডিএর টাকা

আইনি লড়াইয়ে একাধিকবার জিতলেও এখনও হাতে পাননি ডিএর টাকা। তাই সিঁদুরে মেঘ দেখলেও তারা ভয় পাচ্ছেন।

610
সপ্তম বেতন কমিশনের দাবি

রাজ্য সরকারি কর্মীদের ডিএর পাশাপাশি সপ্তম বেতন কমিশন গঠনেরও দাবি জানিয়েছেন। কারণ তাঁরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ পান।

710
সরাসরি হাতে নাও মিলতে পারে বকেয়া ডিএ-এর টাকা

সূত্রের খবর অনুসারে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পরিকল্পনা করছে। তবে সরাসরি হাতে নয়, পিএফ অ্যাকউন্ট বা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ডিএ-র টাকা জমা দেওয়ার পরিকল্পনা করছে নবান্ন। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই।

810
সময়সীমা নিয়ে ধোঁয়াশা

সময়সীমা এখনো প্রকাশ করা হয়নি। কর্মীরা জানাচ্ছেন, তারা এই সিদ্ধান্তের পেছনে সরকারটির কোনও পরিকল্পনা দেখছেন না, এবং তারা তা পেতে কীভাবে কার্যকর হবে সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি।

910
আইনি নোটিশ

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে যে আইনি নোটিশ দিয়েছে তা অবশ্য গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানিয়েছেন সংগঠনের নেতারা।

1010
কী করে মেটানো হবে এই টাকা

বকেয়া ২৫% ডিএ কী করে মেটান হবে? তাই নিয়ে শুরু হয়েছে আলোচনা। কিন্তু এখনও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কিছুই বলেননি।

Read more Photos on
click me!

Recommended Stories