DA মামলার পর ফের সুপ্রিম কোর্টে জোর ধাক্কা! রাজ্যকে দিতে হবে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ?

Published : May 26, 2025, 08:52 AM IST

সুপ্রিম কোর্ট বাংলার সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। তবে ধাক্কা খাওয়ার এখানেই শেষ নয়! আরও একটি মামলায় চাপে পড়েছে নবান্ন! দিতে হবে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ!

PREV
110

সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫% ডিএ দিতে গিয়ে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে।

210

এদিকে, সুপ্রিম কোর্ট বাংলার সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে।

410

ক্ষতিপূরণের অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে! দিতে হবে প্রায় ১০ কোটি ৫৩ লক্ষ টাকা।

510

কেন এই মোটা টাকা ক্ষতিপূরণ গুনতে হবে রাজ্য সরকারকে?

610

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব এই টাকা মিটিয়ে দিতে হবে।

710

শীর্ষ আদালতে (Supreme Court) জমি অধিগ্রহণ সংক্রান্ত এক মামলায় জয় পেয়েছে সাঁইথিয়া পৌরসভা। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, জমিদাতাদের ক্ষতিপূরণ রাজ্য সরকারকেই গুনতে হবে। আর তার মোট পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১০ কোটি ৫৩ লক্ষ টাকা।

810

এই ঘটনার সূচনা হয়েছিল ১৯৮৬ সালে। সে সময় সাঁইথিয়া পৌরসভার তরফে শিশুদের জন্য একটি কমিউনিটি হল এবং পার্ক গড়ে তোলার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করা হয়েছিল। এমনকি তখন তার খরচ পড়ে প্রায় ৮৩ লক্ষ টাকা। আর প্রকল্পটির জন্য অর্থের একটা বৃহৎ অংশই এসেছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তহবিল থেকে।

910

কিন্তু না, এখানে এক বিরাট সমস্যা সৃষ্টি হয়। জমিদাতাদের ক্ষতিপূরণকে ঘিরে রাজ্য সরকার এবং পৌরসভার মধ্যে দায়িত্ব নিয়ে শুরু হয় গুঁতোগুঁতি, কে এই ক্ষতিপূরণ দেবে! আর এর জেরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়।

1010

এদিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে, ১৯৮৬ সালের অধিগ্রহণের দায় এখন আর পৌরসভার উপর বর্তাবে না। কারণ পৌরসভা সে সময় অধিগ্রহণ বাবদ প্রয়োজনীয় টাকা পরিশোধ করেই দিয়েছিল। তাই জমির মালিকদের ক্ষতিপূরণ এখন রাজ্য সরকারকেই গুনতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories