- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmir Bhandar: এবার লক্ষ্মীর ভান্ডার দেবে আরও বেশি টাকা! কতটা বাড়তে পারে অনুদান?
Lakshmir Bhandar: এবার লক্ষ্মীর ভান্ডার দেবে আরও বেশি টাকা! কতটা বাড়তে পারে অনুদান?
- FB
- TW
- Linkdin
)
আর আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার, রাজ্যের তরফ থেকে বাজেট পেশ করা হবে
স্বাভাবিকভাবেই, সেখানে একাধিক সামাজিক প্রকল্প নিয়ে ঠিক কী আলোচনা হয়, সেদিকে নজর রয়েছে সকলের।
সেক্ষেত্রে জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প
তা হল লক্ষ্মীর ভান্ডার।
শোনা যাচ্ছে, বড় চমক থাকতে পারে সেখানে
কিন্তু কী সেই চমক?
একাধিক রিপোর্টে অন্তত সেইরকমই দাবি করা হচ্ছে
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া দুয়ারে সরকার শিবিরগুলিতে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে নাম তোলার জন্য সবমিলিয়ে প্রায় তিন লক্ষ আবেদন জমা পড়েছে।
বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন
তবে সেই সংখ্যা খুব শীঘ্রই বাড়তে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।
প্রসঙ্গত, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা
বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা করে পান।
অপরদিকে জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান
প্রতি মাসের শুরুতেই মহিলাদের পার্সোনাল অ্যাকাউন্টে পৌঁছে যায় এই টাকা।
সূত্রের খবর, সেই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে
মূলত, রাজ্যের মহিলাদের আর্থ-সামাজিক দিক দিয়ে উন্নীত করার লক্ষ্যেই এই প্রকল্পের (Lakshmir Bhandar Scheme) শুরু হয়।
ঠিক কতটা বাড়তে পারে ভাতা?
শোনা যাচ্ছে, অনুদানের পরিমাণ ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হতে পারে।
তবে সরকারের তরফ থেকে এই নিয়ে এখনও কিছু বলা হয়নি
তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, ঘোষণা না হলেও সেই সম্ভাবনা প্রবল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।