মরশুমের প্রথম কালবৈশাখী আজই? শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রাজ্যে
Weather In West Bengal: বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ অবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বিকেল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পরে। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিকেল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পরে। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি। কমলা সতর্কতা জারি হয়েছে।
610
কলকাতার জন্য হলুদ সতর্কতা
আজ কলকাতার জন্য রয়েছে হলুদ সতর্কতা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে।
710
শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। ওই দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতেই।
810
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
910
সপ্তাহ শেষে
শুক্রবার এবং শনিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দু’দিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শনিবার আরও খারাপ হবে আবহাওয়া
1010
ঝড় বৃষ্টির কারণ
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর সেই কারণেই কালবৈশাখীর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা।