Mamata Banerjee on Job Issue: রাজ্যে সরকারি চাকরি নিয়ে বড় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন রাজ্য সরকার চাইলেও চাকরি দিতে পারছে না । পাল্টা সরব শুভেন্দু অধিকারী।
রাজ্যে সরকারি চাকরি নিয়ে বড় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন রাজ্য সরকার চাইলেও চাকরি দিতে পারছে না ।
210
মমতার বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় বুধবর বিধানসভায় বলেছেন, সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে সেটা খারাপ কিছু নায়। 'আমাদের সংবিধান মেনে চলতে হবে।'
310
জটিলতা কাটলেই নিয়োগ
মমতা আরও জানিয়েছেন আইনি জটিলতা কাটলেই নিয়োগ হবে। যারমধ্যে রয়েছে ১ লক্ষ শিক্ষক। সবমিলিয়ে ২-৩ লক্ষ চাকরি হবে।
410
ওবিসি সার্টিফিটেক ইস্যু
ওবিসি সার্টিফিটেকে বেনিয়ম হয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর দেওয়া সব সার্টিফিকেট বাতিল করে দিয়েছে।
510
সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
তারপরই সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেখানে সমীক্ষার জন্য রাজ্য সরকার তিন মাস সময় চেয়েছে।
610
ওবিসি মামলার পরবর্তী শুনানি
ওবিসি মামলার পরবর্তী শুনানি হবে আগামী জালাই মাসে।
710
মমতার দাবি
প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, স্বাস্থ্য, পুলিশ, সব সেক্টর মিলিয়ে ২ থেকে ৩ লক্ষ চাকরি পড়ে আছে। তাঁর অভিযোগ বিরোধীরাই আইনি জটিলতা তৈরি করে নিয়োগ প্রক্রিয়ায় বাধা তৈরি করেছে।
810
বিরোধীদের বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, 'চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না। আমার সঙ্গে শত্রুতা করতে আমার কাজের মনোবল বেড়ে যায়। এসব করে নিয়োগ আটকাবেন না।'
910
শুভেন্দুর দাবি
বিধানসভায় শুভেন্দু অধিকারী দাবি করেছে রাজ্য সরকারের কত শূন্যপদ রয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে।
1010
ওবিসি ইস্যু
শুভেন্দু অধিকারী আরও বলেন, 'ভোট ব্যাঙ্কের জন্য প্রকৃত ওবিসিদের বঞ্চিত করা হয়েছে। ১ কোটি শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের সর্বনাশ ডেকে এনেছে রাজ্য সরকার।'