অস্ত্রভাণ্ডারে পরিণত হয়েছে মুর্শিদাবাদ, তিন থানা এলাকা থেকে উদ্ধার প্রচুর অস্ত্র

Published : Feb 17, 2025, 05:03 PM IST
Large quantity of firearms recovered in Murshidabad bsm

সংক্ষিপ্ত

সাগরদিঘি থেকে আগ্নেয়াস্ত্র সহ সামসেরগঞ্জ ও সুতির দুই অস্ত্র পাচারজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগরদিঘি থানার মোড়গ্রাম ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

সামনে বিধানসভা নির্বাচন। তার আগে মুর্শিদাবাদ ক্রমশ অস্ত্রভান্ডারে পরিনত হচ্ছে। বিহারের মুঙ্গের থেকে দেদার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ঢুকছে মুর্শিদাবাদে, অভিযোগ স্থানীয়দের। তার প্রমাণ পেয়েছে পুলিশও। । কিছু আগ্নেয়াস্ত্র সীমান্ত পেরিয়ে যাচ্ছে অশান্ত বাংলাদেশে। কিছু অস্ত্র মজুত হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। গত দুদিনে মুর্শিদাবাদের তিন থানার এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও কুড়িটি কার্তুজ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্র উদ্ধারের একমাসের খতিয়ান দেখে চমকে উঠিছেন জেলা পুলিশ কর্তারা। গত একমাসে বিভিন্ন থানা এলাকা থেকে ত্রিশটি আগ্নেয়াস্ত্র ও বিপুল কার্তুজ বারুদ সহ ৪১ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জেলা পুলিশের এক কর্তা বললেন, অবশ্যই উদ্বেগের খবর। তবে অস্ত্র পাচার রুখতে পুলিশও অতি পৎপর হয়েছে। মুঙ্গের মেড আগ্নেয়াস্ত্র রুখতে বিহার ঝাড়খণ্ড বাংলা ব্যপক ধরপাকড় শুরু হয়েছে।

'বাংলার সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন', ডিএ নিয়ে টানাপোড়েনের মধ্যে বড় দাবি আইনজীবীর

আজ সাগরদিঘি থেকে আগ্নেয়াস্ত্র সহ সামসেরগঞ্জ ও সুতির দুই অস্ত্র পাচারজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগরদিঘি থানার মোড়গ্রাম ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তিদের নাম মোক্তার হোসেন এবং জাহাঙ্গীর হোসেন। তাদের মধ্যে মোক্তার হোসেনের বাড়ি শামশেরগঞ্জের ভাষায়পাইকর এবং জাহাঙ্গীর হোসেন সুতি থানার বাউরিপুনির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে সাগরদিঘী থানার পুলিশ। সোমবারই তাদের আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে।

দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর পর 'হুঁশ' ফিরল রেলের, AI প্রযুক্তি দিয়ে হবে ভিড় মোকাবিলা

একদিন আগে সামশেরগঞ্জ থানার চাঁদপুর এলাকা থেকে ঝাড়খন্ডের এক অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম রপগিকুল শেখ। বাড়ি ঝাড়খন্ডের পাকুড়। ধৃতের কাছ থেকে দুটি মুঙ্গের মেড ইমপ্রোভাইসড পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। একইদিনে রেজিনগর থানার পুলিশ মারিটিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে। তল্লাশ চালিয়ে মিলেছে একটি পিস্তল ও দু রাউন্ড কার্তুজ। ধৃতের নাম মোফুজ শেখ। বাড়ি শক্তিপুর। পুলিশ সূত্রে খবর ফেব্রুয়ারি মাসে ডোমকল মহকুমা এলাকার পাঁচটি থানা এলাকাউ উদ্ধার হয়েছে ১৭টি আগ্নেয়াস্ত্র। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে অস্ত্র বাংলাদেশে ঢুকছে বলে অনুমান গোয়েন্দাদের। মুর্শিদাবাদে অস্ত্র পাচার এলহন পুলিশের কপালে ভাঁজ ফেলেছে। ২৬ এর বিধানসভা নির্বাচনের অনেক আগেই অস্ত্র পাচারকারিরা অতি সস্ক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বুধবারই সিদ্ধান্ত নিতে বৈঠকে বলছে বিজেপি নেতারা

 

সাগরদিঘী থানা পুলিশের পক্ষ থেকে। সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে আগ্নেয়াস্ত্র গুলো বাজেয়াপ্ত করা হয়। আগ্নেঅস্ত্রগুলো নিয়ে মোরগ্রামে তারা কি করছিল এবং কাকে দেওয়ার উদ্দেশে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল ধৃতরা তা তদন্ত করে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘী থানার পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?