তল্লাশিতে যেতেই মার খেলেন বিএসএফ জওয়ানরা, ভেঙে দেওয়া হল গাড়ি, উত্তেজনা সীমান্তে

Published : Feb 17, 2025, 02:11 PM IST
Fraud in BSF recruitment exam in Rajasthan

সংক্ষিপ্ত

কৃষ্ণগঞ্জের মথুরাপুরে প্রচুর পরিমাণ ফেনসিডিল মজুতের খবর মেলে বিএসএফের কাছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই উদ্ধারে যায় বিএসএফ। তারপরই বিএসএফের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। বিএসএফ জওয়ানদের মারধরের পাশাপাশি তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেই খবর মিলেছে।

ভারত বাংলাদেশ সীমান্তে এমনিতেই রয়েছে উত্তেজনা, আর সেই কারণে বিএসএফের কড়া নজরদারি চলছে। এই আবহে সীমান্ত এলাকায় বিএসএফ আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জানা গিয়েছে, ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়েছে বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকায়। ফেনসিডিল উদ্ধার করে গিয়ে আক্রান্ত বিএসএফ, এমনকি বিএসএফের গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেই খবর প্রশাসন সূত্রে।

সূত্রের খবর , কৃষ্ণগঞ্জের মথুরাপুরে প্রচুর পরিমাণ ফেনসিডিল মজুতের খবর মেলে বিএসএফের কাছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই উদ্ধারে যায় বিএসএফ। তারপরই বিএসএফের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। বিএসএফ জওয়ানদের মারধরের পাশাপাশি তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেই খবর মিলেছে।

প্রসঙ্গত, গত মাসেই সীমান্ত থেকে হদিশ মিলেছিল মাত্র দেড় কিলোমিটারের মধ্যে একাধিক বাঙ্কারের। শুধুই কি চোরাচালানের জন্য বানানো হয়েছে এই চেম্বার-বাঙ্কার, কোন বড় রহস্য এর পিছনে রয়েছে? তার অনুসন্ধান চলছে। সূত্রের খবর, একটি ঘরের নীচ থেকে বাঙ্কারের খোঁজ মিলেছে টুঙ্গি সীমান্তে । তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ফেনসিডিল। তার পাশেই তল্লাশি চালিয়ে তদন্তকারীরা খোঁজ পান একটি চেম্বারের । সেখানে প্লাস্টিকের জলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যায়। তবে তাতে প্রচুর পরিমাণে ফেনসিডিল মেলে। কিন্তু NCB-র আধিকারিকদের মতে, কেবল নিষিদ্ধ কাফ সিরাপ মজুতই নয়, আরও বড় কিছু ষড়যন্ত্রেই এর পিছনে রয়েছে বলে সন্দেহ । এই সূত্র ধরেই বিএসএফের কাছে আরও ফেনসিডিল মজুতের খবর আসে ।

উল্লেখ্য গত মাসেই নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি কলেজের কাছে তল্লাশিতে প্রথমে দুটি বাঙ্কারের খোঁজ মিলেছিল৷ তারপরই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয় ৷ সেই তল্লাশিতেই আরও দুটি বাঙ্কারের খোঁজ মেলে৷ যেগুলো লুকানো ছিল মাটির তলায়। খোঁজ ওই বাঙ্কারগুলি থেকে তখন উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে নিষিদ্ধ কাশির সিরাপ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?