বন্ধুর পরামর্শে পায়ুদ্বারে মেশিন দিয়ে হাওয়া ঢোকাতেই মর্মান্তিক মৃত্যু! দেখে আঁতকে উঠলেন ডাক্তারাও

Published : Feb 17, 2025, 03:59 PM IST
death

সংক্ষিপ্ত

জুটমিল সূত্রে খবর, পায়ুদ্বারে বাতাস ঢোকানোর কথা যে বন্ধু বলেছিল সে নাকি খুবই ঘনিষ্ট ছিল সাবিরের। সে পরামর্শ দিয়েছিল, মেশিন দিয়ে বেশি করে বাতাস ঢুকিয়ে দ্যাখ হয়তো শরীর থেকে গ্যাস সব বেরিয়ে যাবে। বন্ধুর কথা মতো তেমনটা করতে গিয়েই এমন বিপত্তি ঘটে।

কথায় বলে ইয়ার্কির নাম লোকসান। কথা যেন মিলে গেল এই ঘটনায়। বন্ধু মজা করে পরামর্শ দিয়েছিল তা মানতেই মর্মান্তিক পরিনতি হল অপর বন্ধুর। ইয়ার্কির ছলে জুট মিলে কাজ করতে গিয়ে বন্ধুর মলদ্বারের মধ্যে আরেক বন্ধু হাওয়ার পাইপ ঢুকিয়ে দেন বলে অভিযোগ। বেশি পরিমান হাওয়া ঢুকে গিয়ে পেটের নাড়িভুড়ি ফেঁটে মৃত্যু হয় ওই ব্যক্তির। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হাওড়া জেলার উলুবেড়িয়ার বাউড়িয়া নর্থ জুটমিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫৪ বছরের সাবির মল্লিক সম্প্রতি গ্যাসের সমস্যা ভুগছিলেন। বিষয়টি নিয়ে তিনি তার জুটমিলের সহকর্মীদের সঙ্গে আলোচনাও করেন। এক বন্ধু ইয়ার্কি করে এক আজব পরামর্শ দেয় গ্যাস বের করার। তাঁকে তাঁরই ঘনিষ্ঠ এক বন্ধু পায়ুদ্বারে হাওয়া ঢোকানোর পরানমর্শ দেন। কোনকিছু না বুঝে বন্ধুর পরামর্শে কারখানার ব্লোয়ার দিয়ে পায়ুদ্বারে হাওয়া ঢোকাতেই সাবির অসুস্থ হয়ে পড়েন। একসময় মৃত্যুর মুখে ঢলে পড়েন।

হাসপাতাল সূত্রের খবর, শরীরে অতিরিক্ত বাতাস পায়ুদ্বার দিয়ে মেশিনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়ার কারণেই পেটের ভিতরে থাকা নাড়ি ভুড়ি ফেটে মৃত্যু হয়েছে ওই জুটমিলের শ্রমিকের। জানা গেছে মৃত ওই ব্যক্তির মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনার পর পুলিশের কাছে জেনারেল ডায়েরি করেছে মিল কর্তৃপক্ষ । এই ঘটনা নিয়ে হতবাক হলেন চিকিৎসকরাও। তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা তেমন চোখে পড়ে না । যেভাবে পায়ুদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে তাতে হাওয়ার প্রেসারে পেটের মধ্যে নাড়িভুড়ি ফেটে দলা পাকিয়ে যায়। ফলে আর রোগীকে বাঁচানো সম্ভব হয় নি।

জুটমিল সূত্রে খবর, পায়ুদ্বারে বাতাস ঢোকানোর কথা যে বন্ধু বলেছিল সে নাকি খুবই ঘনিষ্ট ছিল সাবিরের। সে পরামর্শ দিয়েছিল, মেশিন দিয়ে বেশি করে বাতাস ঢুকিয়ে দ্যাখ হয়তো শরীর থেকে গ্যাস সব বেরিয়ে যাবে। বন্ধুর কথা মতো তেমনটা করতে গিয়েই এমন বিপত্তি ঘটে।

 

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?