ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গের বাসিন্দারা।
28
মঙ্গলবার কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে উত্তরবঙ্গে কাটছে না আশঙ্কার মেঘ। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় (৭-২০ সেন্টিমিটার) অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
68
দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় মাঝারি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে মঙ্গলবার।
78
বুধবার থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, ৫ জেলার জন্যই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
88
মাঝারি বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) অব্যাহত থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও।