আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা। ফলে, তীব্র গরমের অস্বস্তি থেকে মিলবে রেহাই।
Web Desk - ANB | Published : Jul 9, 2023 1:14 AM IST / Updated: Jul 09 2023, 07:00 AM IST
উত্তর ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব, আসন্ন সপ্তাহের প্রায় প্রত্যেকদিনই ভালোরকম বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে।
বৃষ্টির সাথে সাথে বাজ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আসন্ন ১৩ জুলাই, বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ রয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্ব নিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি রয়েছে।
গাঙ্গেয় বঙ্গে আপাতত তাপমাত্রা যেমন চলছে, তেমনই অব্যাহত থাকবে। খুব বেশি পরিবর্তন হবে না।
রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় রবিবার হালকা থেকে মাঝারি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।
রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় রবিবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। তার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মাঝারি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।