Published : Apr 11, 2025, 09:57 AM ISTUpdated : Apr 11, 2025, 10:45 AM IST
Contempt of court notice to CM Mamata Banerjee: এসএসসিতে নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বেফাঁস মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই কারণে আদালত অবমাননার নোটিশ পাঠালেন আইনজীবী।
দিল্লির আইনজীবী মুখ্যমন্ত্রীকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী যদি নিজের মন্তব্যেরর জন্য প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তাঁর বিরুদ্ধে আদালক অবমাননার মামলা করা হবে.
510
মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিশে উল্লেখ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠান হয়েছে তাতে নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার কিছু অংশ উল্লেখ করা হয়েছে। নোটিশে লেখা হয়েছে, গত ৭ এপ্রিলের ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন, 'কারও চাকরি কাড়ার এই অধিকার কারও নেই। আমাদের প্ল্যান - এ , বি রেডি, সি রেডি,ডি রেডি আই ই রেডি। এই কথা বলার জন্য আমাকে জেলে, হ্যাঁ, ভরে দেওয়া হতে পারে। কিন্তু আই ডোন্ট কেয়ার (আমি পরোয়া করি না)। আপনারা আপনাদের কাজ করুন। কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট? সে ক্ষেত্রে মনে রাখবেন যা-ই বিকল্প হোক, আমরা করব।'
610
নোটিশে আরও উল্লেখ
নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য... একটা চক্রান্ত চলছে... একটা পরিকল্পনা চলছে। ৯, ১০, ১১, ১২-তে যাঁরা শিক্ষক, গেটওয়ে অফ হায়ার এডুকেশন তৈরি করছেন, তাঁরা অন্যদের খাতা দেখছেন, তাঁদের মধ্যে গোল্ড মেডেলিস্ট আছেন। তাঁদের জীবনেও ভাল রেজ়াল্ট ছিল। তাঁদের সবাইকে চোর বলে দিচ্ছেন। সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলার অধিকার আপনাকে কে দিল? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি'।
710
নোটিশের প্রতিক্রিয়া
এই নোটিশের কোনও প্রতিক্রিয়া এখনও দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়।
810
রাজ্য সরকারের বার্তা
রাজ্য সরকার প্রথম থেকেই আইনি পথে এগোনোর বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও সেই কথা বলেছেন বলে জানিয়েছেন মনোজ পন্থ।
910
প্রশাসনিক সূত্র
নবান্নের প্রশাসনিক সূত্র বলেছে, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা হবে না বলে আইনজীবী যে দাবি করেছেন, সেরকম কোনও ইঙ্গিত প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি।
1010
সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
যদিও এসএসসি মামলার রায়ে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব পন্থ।