চৈত্র শেষে রাজ্যে ঝেঁপে বৃষ্টি, সপ্তাহান্তে বইবে ঝোড়ো হাওয়া, কেমন থাকবে আজকের আবহাওয়া

Published : Apr 11, 2025, 06:46 AM ISTUpdated : Apr 11, 2025, 07:37 AM IST

চৈত্রের শেষে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সোমবার সংক্রান্তি পর্যন্ত বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের জেলাগুলিতে হলুদ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

PREV
110

বৈশাখ মাস পড়তে আর কটা দিন বাকি। চৈত্রের গরমে হাঁসফাঁস অবস্থা সকলের।

210

রোজ সকাল থেকে গরমের দাবদাহে কাহিল হয়ে যাচ্ছেন রাজ্যবাসী। এরই মাঝে এল সুখবর।

310

এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বিভিন্ন একালায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া দফতরের খবর অনুসারে, চৈত্র শেষে সব রাজ্যে হবে ঝেঁপে বৃষ্টি।

410

হাওয়া অফিস সূত্রে খবর, চৈত্রের শেষ লগ্নে রাজ্য়ে হবে বৃষ্টি। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

510

সোমবার সংক্রান্তি পর্যন্ত সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া ।

610

আজ শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

710

দক্ষিণের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের সহ জেলাতে আছা হলুদ সতর্কতা।

810

তেমনই শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি আছে।

910

উত্তরবঙ্গেও ঝড়ের সতর্কতা জারি আছে। আজ জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি। তেমনই বাকি সাত জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে।

1010

আজ কলকাতা শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস।

click me!

Recommended Stories