দক্ষিণবঙ্গে পশ্চিমী হাওয়ার দাপটে পারা পতন, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত?

Published : Nov 10, 2025, 10:02 PM IST

WB Winter Alerts: দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ। কার্তিক মাসের শেষবেলায় জাঁকিয়ে শীত বঙ্গে। কবে থেকে পারা পতন? জানুন বিশদে…

PREV
15
দক্ষিণবঙ্গে শীতের আমেজ

দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা।

25
কবে থেকে বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে।

35
হালকা কুয়াশা বজায় থাকবে

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা।

45
আরও নামবে পারদ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।

55
বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট

শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচেই আগামী পাঁচ দিন। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Read more Photos on
click me!

Recommended Stories