তড়িৎগতিতে চলছে এনুমারেশন ফর্ম বিলি, পশ্চিমবঙ্গে কতটা এগোল এসআইআর-এর কাজ?

Published : Nov 10, 2025, 05:26 PM IST

WB SIR Enumeration Form Update: গত ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে কার্যকর হয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর। ৬ নভেম্বর থেকে বাড়ি-বাড়ি যাচ্ছেন বিএলও-রা। এই কয়দিনে কত ফর্ম বিলি করলেন তারা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

PREV
15
এনুমারেশন ফর্ম বিলি

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধ ফর্ম বিলির কাজ আরও কিছুটা গতি পেল রাজ্যে। ফর্ম বিলির কাজ এগোনোর সঙ্গে বুথ লেভেল এজেন্টদের মনোনয়নও বাড়ল বেশ কিছুটা। এত দিন তৃণমূল কিছুটা পিছিয়ে থাকলেও তৃণমূলও বিএলএ নিয়োগ বাড়াছে।

25
শুরু ফর্ম বিলির কাজ

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফর্ম বিলির কাজ। ছ-দিনের মাথায় রবিবার পর্যন্ত গোটা রাজ্যে ফর্ম বিলির সংখ্যা প্রায় পাঁচ কোটি। পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় ৭.৬৬ কোটি। কমিশন সূত্রের খবর, আর দিন কয়েকে সব কাজ শেষ করে ফেলা যাবে।

35
বাড়ছে বিএলএ নিয়োগের সংখ্যা

তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন পর্যন্ত বেড়েছে বিএলএ নিয়োগের সংখ্যাও। পিছিয়ে থাকলেও তৃণমূল ৪২,৯০৬ জন বিএলএ নিয়োগ করে ফেলেছে। বিজেপির ক্ষেত্রে সেই সংখ্যা ৪১,০৬৭ জন। সেই সংখ্যা সিপিএমের ৩২,০২১ জন, কংগ্রেসের ৯০৭৪ জন এবং ফরওয়ার্ড ব্লকের তা ১১০৯ জন।

45
বিএলও-র কাজ কী?

বহুজন সমাজবাদী পার্টি ৯ জন বিএলএ নিয়োগ করেছে। নির্বাচন কমিশন সূত্রের দাবি ফর্ম বিলির পরে এ বার মূল কাজটা হবে। অর্থাৎ সেই ফর্ম পূরণ করে বিএলও-কে ফেরত দেবেন ভোটারররা। তা কমিশনের অ্যাপে / বিএলও অ্যাপে আপলোড করবেন বিএলও। 

55
কবে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা?

কমিশন সূত্রে খবর, এর ভিত্তিতে ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই পর্বের প্রতিটি স্তরে বিএলএ দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাতে তাঁদের সই প্রয়োজন। কমিশনের খাতায় যে বিএলএ দের নাম রয়েছে, একমাত্র তাঁরাই সেই সই করতে পারবেন। ফলে দাবিদাওয়া অভিযোগ জানানোর পর্বের আগেই সর্বত্র বিএলএ নিয়োগ সেরে ফেরাই এখন লক্ষ্য মূল রাজনৈতিক দলগুলির।

Read more Photos on
click me!

Recommended Stories