শিশুর ক্ষুদ্রান্তে আটকে রয়েছে LED বাল্ব! অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়ে ফের সঞ্জীবনী এসএসকেএম

Published : Jul 05, 2024, 10:30 PM IST
SSKM

সংক্ষিপ্ত

শিশুর ক্ষুদ্রান্তে আটকে রয়েছে LED বাল্ব! অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়ে ফের সঞ্জীবনী এসএসকেএম

খেলতে গিয়ে এলইডি ভাল্ব গিলে ফেলল শিশু! তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর যন্ত্রণা। পেটের ব্যথায় প্রায় বেহুঁশ হয়ে পড়ে শিশুটি। অবশেষে আর বাড়িতে রাখতে না পেরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এরপর চিকিৎসকেরা জানতে পারেন যে তার ক্ষুদ্রান্তে বাল্বটি আটকে গিয়েছে। সেখান থেকেই অস্ত্রপচার করে বাল্বটি বের করে এনে তাকে প্রাণে বাঁচান চিকিৎসকেরা।

শিশুটির মান ঋক গোলদার বলে জানা গিয়েছে। খেলার সময় একটি এলইডি বাল্ব খেয়ে ফেলে ঋক। এরপরেই ঘটে মারাত্মক ঘটনা। কিছুতেই কমতে চায় না পেটে ব্যথা। এক্স-রে করে দেখা যায় যে ক্ষুদ্রান্তের মধ্যে আটকে রয়েছে বাল্বটি।

যাতে সেটি মলত্যাগের সময় বেরিয়ে যায়, সেই ধরনের ওষুধও দেন চিকিৎসকেরা। কিন্তু কোনও মতেই বাল্বটি পেট থেকে বেরাচ্ছিল না। যার ফলে দুশ্চিন্তায় পড়ে যান ঋকের বাড়ির লোক।

পরে আবার এক্স রে করে দেখা যায় যে একই জায়গায় রয়েছে বাল্বটি। শেষমেশ হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। চিকিৎসকেরা দেখে বাল্বটি ক্ষুদ্রান্তের মধ্যে গেঁথে গিয়েছিল তাই অস্ত্রপচার ছাড়া আর অন্য কোনও উপায় নেই। এরপর অস্ত্রপচার করে শিশুটির প্রাণ বাঁচান এসএসকেএম-এর চিকিৎসকেরা।

 

PREV
click me!

Recommended Stories

Sports News: পাওয়ারলিফটিংয়ে বিশ্বসেরা, এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি ‘পাওয়ার গার্ল’
কাল থেকেই ভোট প্রচার শুরু বিজেপির, একদিনে ১৩০০০ পথসভা গেরুয়া শিবিরের