শিশুর ক্ষুদ্রান্তে আটকে রয়েছে LED বাল্ব! অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়ে ফের সঞ্জীবনী এসএসকেএম

শিশুর ক্ষুদ্রান্তে আটকে রয়েছে LED বাল্ব! অস্ত্রোপচার করে প্রাণ বাঁচিয়ে ফের সঞ্জীবনী এসএসকেএম

Anulekha Kar | Published : Jul 5, 2024 5:00 PM IST

খেলতে গিয়ে এলইডি ভাল্ব গিলে ফেলল শিশু! তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর যন্ত্রণা। পেটের ব্যথায় প্রায় বেহুঁশ হয়ে পড়ে শিশুটি। অবশেষে আর বাড়িতে রাখতে না পেরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এরপর চিকিৎসকেরা জানতে পারেন যে তার ক্ষুদ্রান্তে বাল্বটি আটকে গিয়েছে। সেখান থেকেই অস্ত্রপচার করে বাল্বটি বের করে এনে তাকে প্রাণে বাঁচান চিকিৎসকেরা।

Latest Videos

শিশুটির মান ঋক গোলদার বলে জানা গিয়েছে। খেলার সময় একটি এলইডি বাল্ব খেয়ে ফেলে ঋক। এরপরেই ঘটে মারাত্মক ঘটনা। কিছুতেই কমতে চায় না পেটে ব্যথা। এক্স-রে করে দেখা যায় যে ক্ষুদ্রান্তের মধ্যে আটকে রয়েছে বাল্বটি।

যাতে সেটি মলত্যাগের সময় বেরিয়ে যায়, সেই ধরনের ওষুধও দেন চিকিৎসকেরা। কিন্তু কোনও মতেই বাল্বটি পেট থেকে বেরাচ্ছিল না। যার ফলে দুশ্চিন্তায় পড়ে যান ঋকের বাড়ির লোক।

পরে আবার এক্স রে করে দেখা যায় যে একই জায়গায় রয়েছে বাল্বটি। শেষমেশ হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। চিকিৎসকেরা দেখে বাল্বটি ক্ষুদ্রান্তের মধ্যে গেঁথে গিয়েছিল তাই অস্ত্রপচার ছাড়া আর অন্য কোনও উপায় নেই। এরপর অস্ত্রপচার করে শিশুটির প্রাণ বাঁচান এসএসকেএম-এর চিকিৎসকেরা।

 

Share this article
click me!

Latest Videos

পুজোর আগেই একি হয়ে গেল! ফুঁসছে জয়নগর | Jaynagar News | BJP | TMC | Bangla News
সুকান্তকে কাছে পেয়ে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ছোট্ট অভয়ার পরিবার, দেখুন কী অভিযোগ | Kultali
‘এবার সিনিয়র ডাক্তাররাও বসবে অনশনে’ শাসক দলকে একহাত নিলেন চিকিৎসক Subarna Goswami | RG Kar Protest
পুজোর মুখে বিপর্যয়! কশতলায় নদী বাঁধ ভাঙায় চাষ জমি তলিয়ে যাওয়ার ভয়! আতঙ্কে গ্রামবাসীরা! | Gangasagar
মেজাজ হারিয়ে পুলিশকে একি বললেন সুকান্ত! কুলতলি থানা অভিযানে ধুন্ধুমার! | Jaynagar News | Bangla News