ঘণ্টায় ১৫টি তারা খসে পড়বে সিংহ রাশি থেকে, জানুন কবে দেখা যাবে এমন উল্কাপাত

Published : Nov 14, 2025, 08:43 PM IST

রাতের আকাশে তাকালেই দেখা যাবে একের পর এক তারা খসে পড়ছে আকাশ থেকে। এই সুন্দর দৃশ্য দেখার জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব দূরে কোথাও যেতেও হবে না। 

PREV
15
উল্কাপাত

রাতের আকাশে তাকালেই দেখা যাবে একের পর এক তারা খসে পড়ছে আকাশ থেকে। এই সুন্দর দৃশ্য দেখার জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব দূরে কোথাও যেতেও হবে না। কলকাতা -সহ গোটা বঙ্গ জুড়েই দেখা যাবে এই নৈসর্গিক দৃশ্য। তেমনই জানিয়েছে মহাকাশ বিজ্ঞানীরা।

25
ঘণ্টায় ১৫টি উল্কাপাত

বিজ্ঞানীরা জানিয়েছে লিওনিড মেটিওর শাওয়ার শুরু হবে। তাতো ঘণ্টায় ১৫টি পর্যন্ত উল্কা খসে পড়বে। গোটা বাংলার সঙ্গে কলকাতা থেকে দেখা যাবে সেই দৃশ্য। তবে তারজন্য রাত জাগতে হবে।

35
উল্কাপাতের সময়

লিওনিড মেটিওর শাওয়া শুরু হয়েছে। ৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। রোজ রাতেই কমবেশি উল্কাপাত দেখা যাবে। সবথেকে বেশি উল্কাপাত হবে ১৬-১৭ নভেম্বর, রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত। এই দিন ঘণ্টায় ১৫ থেকে ২০টি পর্যন্ত উল্কপাত হবে।

45
উল্কাবৃষ্টির কারণ

১৬৯৯ সালে ৫৫পি/টেম্পল-টাটল ধূমকেতুটি সূর্যের কাছ দিয়ে গিয়েছিল। সে সময়ে একটি লেজ সে ফেলে গিয়েছিল কক্ষের উপরে। সেই লেজের মধ্যেই ১৬-১৭ নভেম্বর নাগাদ ঢুকে পড়বে পৃথিবী। প্রতি বছর নভেম্বর মাসের এই ১৬-১৭ তারিখ পৃথিবীর সঙ্গে সেই ধূমকেতুর কক্ষপথ কাছাকাছি আসে। এ বার সেই জায়গায় যদি আগে থেকেই ধূমকেতুর কোনও লেজ পড়ে থাকে, তা হলে তার ধুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে। সেটাই উল্কাবৃষ্টি বলি। ৫৫-পি/ টেম্পল-টাটল প্রায় ৩৩ বছর পর পর সূর্যকে প্রদক্ষিণ করে। ১৮৬৫ সালে প্রথম আবিষ্কার হয় এই ধূমকেতু।

55
আবার দেখা যাবে

বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী ১৩ ডিসেম্বর আবার উল্কাপাত দেখা যাবে। সেই সময় বিশ্বের অনেক দেশের সঙ্গে এই রাজ্য থেকেও জেখা যাবেয সেবার জেমিনিড বা মিথুন রাশি থেকে একের পর এক তারা খসে পড়়বে।

Read more Photos on
click me!

Recommended Stories