জানা গিয়েছে, ব্রিজে চলছে গুরুত্বপূ্ণ কাজ। ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে সব কাজ সম্পন্ন হবে। সে কারণে প্রায় প্রতি সপ্তাহেই হচ্ছে কাজ। আগেও পর পর দুই সপ্তাহ বন্ধ ছিল ব্রিজ। ফের এই সপ্তাহে হন্ধ থাকবে ব্রিজ। ফলে হতে পারে ভোগান্তি। তাই ভোগান্তি এড়াতে বেছে নিন বিকল্প পথ।