'দিদি আপনার সময় শেষ...', ভোট প্রচারে মমতার সরকার ফেলার হুঁশিয়ারি অমিত শাহের

অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন। বলেছেন, বাংলায় ৩০টি আসন বিজেপিকে দিলেই তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে যাবে। মমতা দিদি আপনার সময় শেষ হয়ে এসেছে।

 

শুভেন্দু অধিকারীর সঙ্গে সুর মিলিয়ে এবার অমিত শাহ মমতার সরকারের সমাপ্তির হুঁকার দিলেন। ভোট প্রচারে রাজ্যে এসে অমিত শাহ বলেন, এই রাজ্যে যদি এবার বিজেপি ৩০টা আসন পায় তাহলেই তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে যাবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, 'দিদি আপনার সময় শেষ হয়ে এসেছে।' মঙ্গলবার বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের হয়ে ভোট প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।

বনগাঁর ভোট প্রচারে অমিত শাহ বিজেপির ভাল ফল নিয়ে রীতিমত আশাবাদী। তিনি বলেন, চতুর্থ দফা নির্বাচন হয়ে গেছে দেশজুড়ে। এখনও পর্যন্ত ৩৮০টি আসনে ভোট গ্রহণ হয়েছে। দেশের মানুষের রায় ইভিএম বন্দি। ৩৮০ টি কেন্দ্রের মানুষ রায় কোন দিকে যাচ্ছে তাই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গ উত্থাপন করেন অমিত শাহ। তিনি জানিয়ে দেন এই ৩৮০টি আসনের মধ্যে কচ আসনের মধ্যে বিজেপি কটা আসন পেতে পারে। অমিত শাহ বলেন, এপর্যন্ত দেশের ৩৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। যার মধ্যে বিজেপি ২৭০টি আসন পেয়ে ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এবার তারা যে ৪০০ আসনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তাও জানিয়ে দেন অমিত শাহ।

Latest Videos

৫ বছরে কতটা বাড়ল নরেন্দ্র মোদীর সম্পদ? গাড়ি-বাড়ি না থাকলেও কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী

তারপরই অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন। বলেছেন, 'বাংলায় ৩০টি আসন বিজেপিকে দিলেই তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে যাবে। মমতা দিদি আপনার সময় শেষ হয়ে এসেছে। ৩০টি আসন আসলেই আপনার সময় শেষ হয়ে যাবে। এখানেও মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার হঠন হতে চলেছে।'

মাঝ আকাশলক্ষ লক্ষ টাকার গয়না চুরির পর্দাফাঁস! ১০০ দিনে ২০০টি বিমানের যাত্রী 'চোর'

অমিত শাহ এদিন বলেন, পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যেই বিজেপি ভাল ফল করবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশের একাধিক আসন, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের একটি বড় অংশে ভোট সম্পন্ন হয়েছে। হিন্দি বলয়ের বিরাট অংশে অনেকগুলি আসনেও ভোট গ্রহণ হয়েছে। এই অবস্থায় চতুর্থ দফা নির্বাচনের দিনেও শুভেন্দু অধিকারীর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভেঙে যাবে মেয়াদ শেষ হওয়ার আগেই।

'কংগ্রেস ৪০টা আসনও জিতবে না... এবার ৪০০ পার করবই', হুঙ্কার নরেন্দ্র মোদীর

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?