দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ল তৃণমূল কর্মীরা, মন্তেশ্বরে বুথে ঢুকতে বাধা বিজেপি প্রার্থীকে

Published : May 13, 2024, 03:09 PM IST
DilIp Ghosh attacks Abhishek and saving Mamata Banerjee TMC goes to commission bsm

সংক্ষিপ্ত

বিজেপির বুথ এজেন্টরে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের তুল্ল্যা গ্রামের একটি বুথে। খবর পেয়েই সেখানে যান দিলীপ ঘোষ। 

সকাল থেকে বিক্ষিপ্ত আশান্তি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বেলার দিকে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ বিজেপি কর্মীদের।

বিজেপির বুথ এজেন্টরে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের তুল্ল্যা গ্রামের একটি বুথে। খবর পেয়েই সেখানে যান দিলীপ ঘোষ। পাল্টা রুখে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই সময় প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুইপক্ষ। মোট কথা দিলীপকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।

বিজেপি কর্মীদের অভিযোগ, দিলীপের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। দিলীপের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয়। দিলীপের দিকে তেড়ে তেড়ে যায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। দিলীপের বুথে যাওয়া আটকাতে তৃণমূল কর্মীরা দিলীপের সামনে মাটিতে শুয়ে পড়ে। রাস্তা আটকে দেয়। সেখানে দিলীপকে ঘিরে গোব্যাক স্লোগানও দেওয়া হয়। উঠেছে জয় বাংলা স্লোগানও। বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতাহাতিতে জ়ড়িয়ে পড়ে। পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপি কর্মীরা তাদের ওপর চড়াও হয়। মারধরের কারণে আহত হয়েছে এক তৃণমূল কর্মীও।

স্থানীয় সূত্রের খবর দিলীপকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। দীর্ঘ সময় আটকে দেওয়া হয়। পুলিশ ছিল নিস্ত্রীয়। তেমনই অভিযোগ বিজেপির। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেছেন, তাদের দলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বুথের পাশে হিন্দু অধ্যুষিত এলাকার ভোটার দেরও বুথে আসতে দেওয়া হচ্ছে না। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দিলীপ বলেন, পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না।

দিলীপ ঘোষ গোটা ঘটনার রিপোর্ট করেছেন নির্বাচন কমিশনে। দিল্লি থেকেও কেন্দ্রীয় বিজেপি নেতারা দিলীপের সঙ্গে কথা বলেছেন। নির্বাচন কমিশনও দিলীপের সঙ্গে যোগাযোগ করেছে। সেখানে গোটা ঘটনা সম্পর্কে বিষদে জানতে চেয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ