সংক্ষিপ্ত
এবারের লোকসভা নির্বাচন যত এগিয়ে চলেছে, ততই রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে। পরস্পরকে চড়া সুরে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির চুঁচুড়ায় নির্বাচনী জনসভা থেকে চড়া সুরে বিজেপি-কে আক্রমণ করেন মমতা। তাঁর হুঁশিয়ারি, 'বাংলায় কোনওদিন হারবে না তৃণমূল কংগ্রেস। কোনও বিজেপি নেতার ঠাকুর্দার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা নেই। লক্ষ্মীর ভাণ্ডারে কেউ হাত দিলে খুন্তি, হাঁড়ি, কড়াইয়ের খেলা হবে। ওরা জানে না বাংলা অন্যরকম। মা-বোনেরা জোট বাঁধলে ওদের বদলে দিতে বেশি সময় লাগবে না।' সোমবার লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ। তার আগে লক্ষ্মীর ভাণ্ডারকে অন্যতম ইস্যু করতে চাইছে রাজ্যের শাসক দল। এবারের লোকসভা নির্বাচনে বড় ভূমিকা পালন করতে পারে মহিলাদের ভোট। এই কারণে ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মহিলাদের কাছে টানাই রাজ্যের শাসক দলের লক্ষ্য।
বিজেপি চোর পার্টি, আক্রমণ মমতার
চুঁচুড়ার এই জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি অন্যান্য ইস্যুতেও বিজেপি-কে আক্রমণ করেছেন মমতা। তিনি ফের সন্দেশখালির ঘটনাকে বিজেপি-র চক্রান্ত বলে দাবি করেছেন। বিজেপি-কে 'চোর পার্টি' বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি হেরে যাবে বলেও দাবি করেছেন মমতা। তিনি ফের সিএএ, এনআরসি নিয়ে বিজেপি-কে আক্রমণ করেছেন।
নরেন্দ্র মোদীকে 'প্রচারবাবু' কটাক্ষ মমতার
এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বারবার বাংলার আসছেন নরেন্দ্র মোদী। গত রবিবারই উত্তর ২৪ পরগণা, হুগলি, হাওড়ায় জনসভা করে গিয়েছেন মোদী। তিনি বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। এবার পাল্টা মোদীকে 'প্রচারবাবু' বলে কটাক্ষ করেছেন মমতা। তাঁর দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী সবাইকে ১৫ লক্ষ টাকা দেননি মোদী। তিনি শুধু ভাঁওতা দিয়ে যাচ্ছেন। মোদী সরকারের আমলে কর্মসংস্থানও হয়নি বলে দাবি করেছেন মমতা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'আর নাম খুঁজে পেলে না!' , বিজেপিকে আক্রমণ করে নিজের নাম নিয়ে খুব আক্ষেপ মমতার
' মডেল আচরণবিধি না মোদী আচরণবিধি', প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের