
আর মাত্র বাকি কয়েকঘণ্টা। তারপরই সপ্তম দফা লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ। ঠিক তার আগেই বদলে গেল ভোটদানের হারের পরিসংখ্যান।
উল্লেখ্য, গত রবিবার নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছিল, তার সঙ্গে সোমবার দেওয়া তথ্যের ফারাক রয়েছে। রবিবারের রিপোর্ট অনুযায়ী, শেষ দফায় যাদবপুর দমদম, ডায়মন্ডহারবার, বারাসাত, জয়নগর বসিরহাট, মথুরাপুর, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে ভোটদানের গড় হার ছিল ৭৩.৭৯ শতাংশ।
কিন্তু সোমবার ফের একবার নতুন তথ্য দিল কমিশন। সেখানে দেখা যাচ্ছে ভোটদানের গড় হার বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৮ শতাংশ। তবে গত ২০১৯ সালে সেই সংখ্যা ছিল আরও বেশি। রবিবার আর সোমবারের রিপোর্টের মধ্যে পার্থক্য তিন শতাংশের। যদিও ২০১৯-এর লোকসভা ভোটে এই কেন্দ্রগুলিতে ভোটদানের গড় হার ছিল ৭৮.৮৪ শতাংশ। আর এবার ৭৬.৮ শতাংশ। ফলে, তুলনামূলক বিচারে ভোটদানের হার আগেরবারের তুলনায় কম।
এদিকে আবার সোমবার, বারাসাত এবং মথুরাপুর লোকসভার একটি করে বুথে পুনর্নির্বাচন হচ্ছে। ফলে, সোমবারের দেওয়া তথ্যও চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।
এছাড়াও কমিশনের তরফে জানা যাচ্ছে, দমদম লোকসভা কেন্দ্রে গড় ভোটদানের হার ৭৩.৮১ শতাংশ। অন্যদিকে, বারাসাত লোকসভা কেন্দ্রে ভোটদানের হার বেড়ে হয়েছে ৮০.১৮ শতাংশ। সেইসঙ্গে, সোমবার দেওয়া নতুন তথ্য অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটদানের ৮৪.৩১ শতাংশ। জয়নগরেও ভোট পড়েছে ৮০.০৮ শতাংশ।
অন্যদিকে, মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৮২.০২ শতাংশ। ওদিকে ডাময়ন্ডহারবারে ভোট পড়েছে ৮১.০৪ শতাংশ। যাদবপুর, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেও ভোটদানের হাড় অনেকটাই বেড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৭৬.৬৮ শতাংশ। সেইসঙ্গে, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৩.৫৯ শতাংশ। পিছিয়ে নেই এবং দক্ষিণ কলকাতাও। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৬৬.৯৫ শতাংশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।