Exit Poll 2024: বসিরহাটে হেরে যাবেন রেখা পাত্র? বুথ ফেরত সমীক্ষায় হারার ইঙ্গিত এই হেভিওয়েটদের

দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আনা হয়েছে। এই সব কটা কেন্দ্রে কে জিততে পারে, বিজেপি না তৃণমূল, নাকি বাম কংগ্রেস জোট, সেই ফল দেখলে অবাক হয়ে যাবেন।

Parna Sengupta | Published : Jun 3, 2024 7:29 AM IST / Updated: Jun 03 2024, 01:14 PM IST

শনিবার সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হতেই বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল থেকেই কিছুটা হলেও অনুমান করা যেতে পারে এবার কোন কেন্দ্রে কে জিততে পারেন। সেখান থেকেই উটে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আনা হয়েছে। এই সব কটা কেন্দ্রে কে জিততে পারে, বিজেপি না তৃণমূল, নাকি বাম কংগ্রেস জোট, সেই ফল দেখলে অবাক হয়ে যাবেন।

এবিপি-সি ভোটারের বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, বাংলার ৪২টি লোকসভার মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। ভোট হতে পারে ৪২.৫ শতাংশ। তৃণমূলের ২২ থেকে কমে হতে পারে ১৩-১৭টি আসন। ভোট শতাংশও কমতে পারে বলে আভাস মিলেছে এই সমীক্ষায়। তৃণমূল পেতে পারে ৪১.৫ শতাংশ ভোট। বাম-কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১৩.২ শতাংশ। ১-৩টি আসন জিততে পারে তারা।

Latest Videos

তবে কেন্দ্র ধরে যে সমীক্ষার ফল হাতে পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে বেশ বড় বড় মুখ হারের রাস্তা ধরতে পারেন। তাদের নাম জানলে অবাক হবেন

যে যে প্রার্থীরা জিততে পারেন

দার্জিলিং লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির রাজু বিস্তা

রায়গঞ্জে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির কার্তিক পাল

কলকাতা দক্ষিণ কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের মালা রায়, বহরমপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী হুগলি কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির লকেট চ্যাটার্জি

কৃষ্ণনগরের সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র

ডায়মন্ড হারবারে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো

বোলপুরে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের অসিত মাল

বালুরঘাটে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির সুকান্ত মজুমদার

বর্ধমান পূর্ব কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার

তমলুক কেন্দ্রের সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় দমদম কেন্দ্রে সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছেন তৃণমূলের সৌগত রায়

হাওড়ায় সম্ভাব্য জয় লাভ করতে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়

মথুরাপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের বাপি হালদার

মেদিনীপুর কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পল

মালদা উত্তর কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির খগেন মুর্মু

বসিরহাট কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম জলপাইগুড়িতে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির জয়ন্ত রায়

আসানসোল কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা

বাঁকুড়া কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির সুভাষ সরকার

ব্যারাকপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির অর্জুন সিং কোচবিহার থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন নিশীথ প্রামানিক

বারাসাত লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন কাকলি ঘোষ দস্তিদার

বিষ্ণুপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির সৌমিত্র খাঁ

আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির অরূপ কান্ত দিগার

বীরভূম লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী তৃণমূলের শতাব্দী রায়

বনগাঁ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী বিজেপির শান্তনু ঠাকুর

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের খলিলুর রহমান

কাঁথি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপির সৌমেন্দু অধিকারী

উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে সম্ভাব্য তৃণমূলের সাজদা আহমেদ

যাদবপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের সায়নী ঘোষ

আলিপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপির মনোজ টিগ্গা

কলকাতা উত্তরে সম্ভাব্য জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়

মালদা দক্ষিণে সম্ভাব্য জয়ী কংগ্রেসের ইশা খান চৌধুরী

ঝাড়গ্রামে সম্ভাব্য জয়ী বিজেপির প্রমথ টুডু

শ্রীরামপুরে জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

জয়নগরের সম্ভাব্য জয়ী তৃণমূলের প্রতিমা মন্ডল

ঘাটালে সম্ভাব্য জয়ী তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News