- Home
- West Bengal
- West Bengal News
- বুধেও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ছয় জেলায় হবে অতি ভারী বৃষ্টি, চলবে কত দিন?
বুধেও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ছয় জেলায় হবে অতি ভারী বৃষ্টি, চলবে কত দিন?
আলিপুর আবহাওয়া দফতর আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা।

ফের রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের দেরে বৃষ্টি চলবে আরও তিন দিন।
সূত্রের খবর, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইহে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও চলবে ঝড় বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল।
আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম ম মেদিনীপুর।
কমলা সতর্কতা জারি আছে কয়েকটি জেলায়। দক্ষিণের জেলাগুলোতে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
আজ বর্ষণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। এরই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
আজ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং-এ হবে ভারী বৃষ্টি। তেমনই দক্ষিণবঙ্গের বাকি সকল জেলায় আজ হবে ভারী বৃষ্টি।
এদিকে কালকের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহরের বেশ কিছু এলাকা। তালিকায় আছে বিবি গাঙ্গুলি স্ট্রির, লালবাজার, ফিয়ার্স লেন, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বেশ কয় এলাকা।
আজও শহরে হবে বৃষ্টি। বৃষ্টির কারণে কমছে গরমে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

