অগ্রহায়ণে শীতের আমেজ কমে গিয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উর্ধ্বমুখী। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কার্তিক মাসে হালকা শীতের আমেজ উপভোগ করছিল বঙ্গবাসী। কিন্তু, অগ্রহায়ণ পড়তেই পুরো বদলে গেল চিত্র। অগ্রহায়ণের শুরুতে সেই শীতের আমাজে একটু হলেও ভাটা পড়েছে। শীত বাড়ার বদলে কমেছে। ফের দক্ষিণবঙ্গের পারদ উর্ধ্বমুখী। সেই আরামে একটু হলেও ছেদ পড়েছে।
25
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পাবে রাতের তাপমাত্রা। আপাতত রাজ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
35
হাওয়া অফিস সূত্রে খবর, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সেটি আগামী কয়েক ঘন্টার মধ্যে পশ্চিম ও উত্তর পশ্চিত দিকে এগোতে থাকবে। সেই নিম্নচাপের দোসর একটি ঘূর্ণাবর্ত। যা আরও ৪৮ ঘন্টার মধ্যে সুষ্পষ্ট হবে।
রাজ্যের কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলায়য় আগামী কিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তারপরে চার দিন তাপমাত্রা হেরফের হবে না।
55
কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বুধবার দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে থাকবে। রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস মতো হবে। মঙ্গলবারও শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। তাপমত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।