আলিপুর আবহাওয়া দফতর আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল।
510
আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম ম মেদিনীপুর।
610
কমলা সতর্কতা জারি আছে কয়েকটি জেলায়। দক্ষিণের জেলাগুলোতে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
710
আজ বর্ষণ হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। এরই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
810
আজ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং-এ হবে ভারী বৃষ্টি। তেমনই দক্ষিণবঙ্গের বাকি সকল জেলায় আজ হবে ভারী বৃষ্টি।
910
এদিকে কালকের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহরের বেশ কিছু এলাকা। তালিকায় আছে বিবি গাঙ্গুলি স্ট্রির, লালবাজার, ফিয়ার্স লেন, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বেশ কয় এলাকা।
1010
আজও শহরে হবে বৃষ্টি। বৃষ্টির কারণে কমছে গরমে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।